Sunny Deol on Gadar 2: গদর চূড়ান্ত সফল, সিক্যুয়াল যদি সেই আবেগে আঘাত করে? ভয় পেয়েছিলেন সানি
Actor Sunny Deol on Gadar 2: সানি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন, প্রত্যেকদিন যখন নতুন নতুন রেকর্ড গড়ছে 'গদর ২', সেই সাফল্যে প্রায় একইসঙ্গে একদিন হাসছিলেন ও কাঁদছিলেন তিনি।
![Sunny Deol on Gadar 2: গদর চূড়ান্ত সফল, সিক্যুয়াল যদি সেই আবেগে আঘাত করে? ভয় পেয়েছিলেন সানি Sunny Deol on Gadar 2: Actor Sunny Deol said he was afraid if the film Gadar 2 is not hit as the earlier, know in details Sunny Deol on Gadar 2: গদর চূড়ান্ত সফল, সিক্যুয়াল যদি সেই আবেগে আঘাত করে? ভয় পেয়েছিলেন সানি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/7265de407b821790874b0a4e9ba677cc169296994643149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: একের পর এক সাফল্যের রেকর্ড গড়ছে 'গদর ২' (Gadar 2)। আমিশা পটেল (Ameesha Patel) ও সানি দেওল (Sunny Deol) অভিনীত এই ছবি। একাধিক সাক্ষাৎকারে, এই সিনেমার বিভিন্ন অভিজ্ঞতা কথা, আবেগের কথা শেয়ার করে নিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। একটি ছোট্ট ভিডিও শেয়ার করে সানি বলেছিলেন, দর্শকদের উদ্দিপনা ও উচ্ছ্বাস দেখে তিনি নাকি নিজের আবেগ সামলে রাখতেই পারেননি। কখনও হাসছেন তো কখনও কাঁদছেন।
সানি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন, প্রত্যেকদিন যখন নতুন নতুন রেকর্ড গড়ছে 'গদর ২', সেই সাফল্যে প্রায় একইসঙ্গে একদিন হাসছিলেন ও কাঁদছিলেন তিনি। সেটা দেখে বাবা ধর্মেন্দ্র নাকি ভেবেছিলেন, নিশ্চয়ই নেশা করেছেন তিনি। পরে সানি বাবাকে বলেন, নেশা নয়, ছবির সাফল্যের আবেগ সামলাতে পারছিলেন না তিনি।
সানি আরও বলেছিলেন, গদর -এর সিক্যুয়ালে অভিনয় করার আগে তিনি ভয় পেয়েছিলেন, যাতে প্রথম ছবিটির আবেগ না আঘাতপ্রাপ্ত হয়। গদর মুক্তির পরে এতটাই সাফল্য পেয়েছিল, এতটাই উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে যে এত বছর পরে ছবির চরিত্রদের ফিরিয়ে আনতে ভয় পেয়েছিলেন সানি। তবে সানির সে আশঙ্কা মিথ্যে করে, বক্সঅফিসে একের পর এর রেকর্ড গড়ছে এই ছবি।
অন্যদিকে, গদর ২- মুক্তির পরে দেওয়া একটি এক সাক্ষাৎকারে আমিশা পটেল বলেছিলেন, তাঁকে গদর এর সাফল্যের পরে একটি সুন্দর চিঠি লিখেছিলেন সঞ্জয় লীলা ভনশালী। পরবর্তীতে দেখা হলে তিনি আমিশাকে বলেছিলেন, 'গদর ছবিটি যা ভালবাসা পেয়েছে, তাতে এরপরে তোমার (আমিশার) অবসর নেওয়া উচিত। কারণ একজন শিল্পীর কেরিয়ারে যেমন হিট ছবি একটা মাত্র থাকলে চলে, তেমন ছবি তোমার কাছে ইতিমধ্যেই তা ২টি রয়েছে। আমিশা গদর ২-এর বক্সঅফিস হিটের পরে, 'কহো না পেয়ার হ্যায়' -এর সিক্যুয়ালে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি জানিয়েছেন, ঋত্বিক রোশন যদি রাজি থাকেন, তবেই তা সম্ভব।
২২ বছর আগে, 'গদর'-ও সাফল্য পেয়েছিল বক্সঅফিসে। ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবি ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। সেই সময়ে বক্সঅফিসে রীতিমতো রেকর্ড করেছিল এই ছবি। আর ২২ বছর পরে বড়পর্দায় ফিরে এই ছবি যেন প্রমাণ করে দিল সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল জুটির ম্যাজিক একটুও কমেনি। পরিচালক অনিল শর্মা 'গদর ২' ছবিতে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে এসেছে এই ছবিতে।
আরও পড়ুন: David Warner: অল্লু অর্জুনের ঝুলিতে জাতীয় পুরস্কার, উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)