Gadar 2: প্রথম ভারতীয় ছবি হিসেবে ইতিহাস তৈরি করল 'গদর টু'! কীভাবে?
Gadar 2 makes history: ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'গদর টু'।
কলকাতা: মুক্তির পর থেকেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছে 'গদর টু' (Gadar 2) । খবরের সমস্ত লাইম লাইটও আপাতত এই ছবিকে ঘিরেই। সম্প্রতি এই ছবির মুকুটে যুক্ত হল আর একটি নতুন পালক। বলিউউসূত্রের খবর, (Bollywood) মেক্সিকোর মন্টেরে শহরে মুক্তি পেয়েছে সানি দেওয়ল (Sunny Deol) ও আমিশা পটেল অভিনীত এই ছবি। এটিই প্রথম ভারতীয় ছবি যেটি মেক্সিকোয় মুক্তি পেল। ফলে বলাই যায় নতুন করে ইতিহাস গড়ল অনিল শর্মা পরিচালিত এই ছবি।
আরও পড়ুন...
ডায়াবেটিকরা চিনির বদলে সুগার সাবস্টিটিউট বা গুড় খেতে পারেন কি? চিকিৎসক কী বলছেন?
আপাতত বক্স অফিস কাঁপাচ্ছে 'গদর ২'। ভারতের মাটিতেই এই ছবি ৩৭৫.১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। উপরন্তু, দ্বিতীয় সপ্তাহান্তের হিসেবে সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবির তকমা পেল 'গদর ২'। দ্বিতীয় শুক্রবারে এই ছবি ২০.৫০ কোটি টাকা আয় করেছে, দ্বিতীয় শনিবার ছবির আয় ৩১.০৭ কোটি টাকা, আর দ্বিতীয় রবিবার ৩৮.৯০ কোটি টাকা আয় করেছে ছবিটি। দ্বিতীয় উইকেন্ডে ঐতিহাসিক আয় 'গদর ২' ছবির।
প্রসঙ্গত, দ্বিতীয় সপ্তাহান্তের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে ছিল প্রভাসের 'বাহুবলী ২'। তবে সেই স্থান হাতছাড়া হল প্রভাসের ছবির। 'বাহুবলী ২' দ্বিতীয় সপ্তাহান্তে ৮০.৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এবার তাকে সরিয়ে শীর্ষে উঠল 'গদর ২', ব্যবসার পরিমাণ ৯০.৪৭ কোটি টাকা। বিশ্ববাজারে এই ছবি ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। উ
উল্লেখ্য় 'গদর ২' ছবিতে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন তুলে ধরা হয়েছে এই ছবিতে। বলাইবাহুল্য সেই কারণেই অনেক আগে থেকেই এই ছবি দেখা অপেক্ষায় ছিল 'গদর এক প্রেম কথা'-র ভক্তরা। বছরটা ২০০১। মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি 'গদর এক প্রেম কথা।' আর এবার আসছে 'গদর ২।''গদর এক প্রেম কথা' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল এবং আমিশা পটেল।
'গদর এক প্রেম কথা'-র সময় বেঁচে ছিলেন অমরেশ পুরি
'গদর ২' তেও ফের দুজনেই ফ্রেমে রয়েছেন। 'গদর এক প্রেম কথা'-র সময় তখনও বেঁচে ছিলেন অমরেশ পুরি। সেবার ছবিতে তিনি বরাবরের মতোই দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছিলেন।তবে 'গদর এক প্রেম কথা' ছবিতে অন্যান্য মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন লিলেট দুবে, সুরেশ ওবেরয়। বলাই বাহুল্য, সেবার বক্সঅফিসে বড়সড় সাফল্য আসে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন