এক্সপ্লোর
Advertisement
দেখুন, মেয়ের জন্মদিনে কী কী করলেন সানি লিওন!
মেয়ের জন্মদিনের ঠিক আগেই মুম্বইতে খেলনার দোকান থেকে প্রচুর খেলনা কেনেন ওয়েবার দম্পতি। এয়ারপোর্ট থেকে সেই ছবি পোস্ট করেন সানি। শুধু একটি দোকান থেকে নয়, তিনটি শহর ঘুরে নিশার জন্য উপহার কিনেছেন মা সানি।
মুম্বই: দুই ছেলে আর মেয়েকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত সানি লিওন। বিভিন্ন সময় সোশ্যাল সাইটে ছেলে মেয়েদের সঙ্গে ছবি শেয়ার করেন তিনি। সোমবার ছিল সানির মেয়ে নিশার জন্মদিন। ৪ এ পা দিল নিশা। সেই উপলক্ষ্যে মস্ত বড় পার্টির আয়োজন করেছিলেন সানি-ড্যানিয়েল।
নিশার কেক কাটার সময় হাজির ছিল তার দুই ভাই আসের ও নোয়াও। সানি-কন্যার কেক কাটার ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
মেয়ের জন্মদিনের ঠিক আগেই মুম্বইতে খেলনার দোকান থেকে প্রচুর খেলনা কেনেন ওয়েবার দম্পতি। এয়ারপোর্ট থেকে সেই ছবি পোস্ট করেন সানি।
শুধু একটি দোকান থেকে নয়, তিনটি শহর ঘুরে নিশার জন্য উপহার কিনেছেন মা সানি।
সফ্ট টয় হাতে ছবি পোস্ট করেছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। সোশ্যাল মিডিয়ায় ড্যানিয়েল লেখেন, সানি নাকি তাঁর উপহার কেনার আইডিয়া চুরি করেছেন! যদিও এমন অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছেন সানি।
গত ১ ফেব্রুয়ারি ১ বছর পূর্ণ করে তাঁদের যমজ সন্তান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement