এক্সপ্লোর
Advertisement
Sunny Leone Photos: চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ভাঙা ফুচকা, মেঝেয় বসে সানি লিওন করছেন কী?
সানি ইনস্টাগ্রামে লিখেছেন, নতুন সফর শুরু হচ্ছে বিক্রম ভট্টের সঙ্গে।
মুম্বই: সানি লিওন এখন ব্যস্ত বিক্রম ভট্টের ওয়েব সিরিজ অনামিকা-র শ্যুটিংয়ে। অনামিকা অ্যাকশন থ্রিলার, ১০টি এপিসোড থাকবে এতে। সানি ছাড়াও এতে রয়েছেন পেয়ার কা পঞ্চনামা-র সোনালি সায়গল।
একটি বড় OTT প্ল্যাটফর্মে শিগগিরই মুক্তি পাবে অনামিকা। সানি ইনস্টাগ্রামে লিখেছেন, নতুন সফর শুরু হচ্ছে বিক্রম ভট্টের সঙ্গে।
শ্যুটিংয়ের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানি। রয়েছে একটি ভিডিও-ও, তাতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের এক বিখ্যাত স্টুডিওয় রাস্তার ধারের স্টলের সেটে কোমরে থালা ও কাঁধে কলসি নিয়ে নাচছেন তিনি।
এছাড়া ছবিতে দেখা যাচ্ছে, সানি মাটিতে বসে আছেন, মেঝের ওপর পড়ে ২ বস্তা চটকে যাওয়া ফুচকা। ক্যাপশনে তিনি লিখেছেন, জাস্ট অ্যানাদার ডে অফ ওয়ার্ক উইথ পানি পুরি!! আর একটি ক্যাপশনে লিখেছেন, এভাবে ভাঙচুর আমি করিনি। এ সপ্তাহের শেষে Bigg Boss 14-এর উইকএন্ড এপিসোডে দেখা যাবে সানিকে। অনুষ্ঠানে তিনি সম্ভবত বিশেষ অতিথি, প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তা বলবেন।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement