এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস: লকডাউনের মধ্যেই দূরদর্শনের পর্দায় ফিরছে ৯০ দশকের জনপ্রিয় সুপারহিরো শো ‘শক্তিমান’, ‘চাণক্য’ও
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। লোকজনকে যাতে বাড়িতে থাকে সেজন্য কেন্দ্র দূরদর্শনে পুরানো দিনের জনপ্রিয় সিরিয়ালগুলি ফেরাচ্ছে।
নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। লোকজনকে যাতে বাড়িতে থাকে সেজন্য কেন্দ্র দূরদর্শনে পুরানো দিনের জনপ্রিয় সিরিয়ালগুলি ফেরাচ্ছে। বাড়িতে মানুষকে বিনোদন উপভোগের সুযোগ করে দিতে ইতিমধ্যেই ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ সিরিয়ালের পুণঃসম্প্রচার শুরু হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল সুপারহিরো শো ‘শক্তিমান’ ও ‘চাণক্য’-ও।
দূরদর্শনের পর্দায় মুকেশ খন্না অভিনীত ‘শক্তিমান’-এর প্রত্যাবর্তনের ঘোষণা করেছে কেন্দ্র। ১ এপ্রিল থেকে দুপুর একটা থেকে ডিডি ন্যাশনাল নেটওয়ার্কে একঘন্টা সম্প্রচারিত হবে ‘শক্তিমান’।
চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ৪৭ পর্বের ‘চাণক্য’ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই ডিডি ভারতী-তে বিকেলে সম্প্রচারিত হবে।
সুপার হিরো শো ‘শক্তিমান’ প্রথমবার ডিডি ১-এ সম্প্রচারিত হয়েছিল ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত। শিশুদের মধ্যে এই সিরিয়াল তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
এই সিরিয়ালে ‘শক্তিমান’-এর ভূমিকায় দেখা গিয়েছিল মুকেশ খন্নাকে। সিরিয়ালে তিনি শক্তিমান তথা আজ কি আওয়াজ সংবাদপত্রের ফটোগ্রাফার হিসেবে কর্মরত পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকারনাথ শাস্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। পরে এই ধারাবাহিক অন্য ভাষাগুলিতেও রূপান্তরিত হয় ও বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হয়।
অন্যদিকে, ‘চাণক্য’ ধারাবাহিক প্রাচীন ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদ, কৌশলী ও রাজনৈতিক তত্ত্ব বিশারদের জীবন ভিত্তিক কল্পকাহিনী। চাণক্য ছিলেন রাজা চন্দ্রগুপ্ত মৌর্যর পরামর্শদাতা।
এর আগে দূরদর্শন পুরানো দিনের জনপ্রিয় ধারাবাহিক শাহরুখ খান অভিনীত ‘সার্কাস’ ও ‘ব্যোমকেশ বক্সি’-র মতো সিরিয়াল ফের সম্প্রচারের সিদ্ধান্ত নেয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement