এক্সপ্লোর
Advertisement
'জীবনে সুশান্তের সঙ্গে দেখাও করেননি, এখন বিতর্কে বসছেন', নাম না করে কঙ্গনাকেই তির সোনু সুদের?
'মণিকর্ণিকা' করার সময় কঙ্গনার সঙ্গে সোনুর ঠান্ডা লড়াই ইন্ডাস্ট্রিতে বহু়চর্চিত। যার জেরে ছবিটি ছেড়ে বেরিয়ে যান সোনু সুদ।
মুম্বই: গত কয়েকমাস ধরে শিরোনামে এই বলিউড অভিনেতা। কিন্তু দূরে থেকেছেন 'বহিরাগত' বিতর্ক থেকে। স্বজনপোষণ-তরজাতেও মুখ খোলেননি বিশেষ। সোনু সুদ। বরং করোনা পরিস্থিতিতে ঘরে ফিরিয়েছেন পরিযায়ী শ্রমিকদের। আটকে পড়া ছাত্রছাত্রী, শ্রমিকদের ব্যবস্থা করে দিয়েছেন ঘরে ফেরার।
কারও নাম না করেই সম্প্রতি সোনু মন্তব্য করেন, "অনেকেই এই বিষয়ে (সুশান্তের মৃত্যু) নিয়ে নাম কেনার চেষ্টা করছেন, সেটা খুবই দুর্ভাগ্যজনক। ভাবুন, পটনায় ওঁর পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে! যাঁরা সারা জীবনে একবারও সুশান্তের সঙ্গে দেখাও করেননি, তাঁরা এখন বিতর্কে অংশ নিচ্ছে। ''
সোনুর এই মন্তব্য নিয়ে ওয়াকিবহাল মহলের ধারণা, কঙ্গনা রানাউতকে উদ্দেশ্য করেই তিনি এ-কথা বলেছেন। কঙ্গনাই সুশান্তের মৃত্যুর পর থেকে স্বজনপোষণ, বহিরাগত প্রসঙ্গ উত্থাপন করে বলিউডের বিভিন্ন ব্যক্তিত্বকে বিঁধেছেন। দাবি করেছেন অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তের।
সোনু আরও বলেন, তিনিও ফিল্মি পরিবারের সন্তান নয়। বহিরাগতই। অনেক তারকার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন। বহিরাগত হয়েও নিজেকে ইন্ডাস্ট্রিতে সুপ্রতিষ্ঠিত করেছেন। তবু তাঁরও কখনও-সখনও মনে হয়েছে, তিনি আদৌ কি এই জগতের কেউ?
সোনুর অভিমত, সুশান্তের মৃত্যু অনেকের চোখ খুলে দেবে।
তাঁর সোজাসাপ্টা মন্তব্য, 'বহিরাগত, বহিরাগতই থাকবেন। কিন্তু পরিশ্রম করলে সাফল্য আসবেই।...তাবলে আমার ছেলে যদি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, তাকে তো আর আমার মতো স্ট্রাগল করতে হবে না। আমাকে বাইরে থেকে এসে অনেক পরিশ্রম করতে হয়েছে এই জায়গাটা পেতে।'
'মণিকর্ণিকা' করার সময় কঙ্গনার সঙ্গে সোনুর ঠান্ডা লড়াই ইন্ডাস্ট্রিতে বহু়চর্চিত। যার জেরে ছবিটি ছেড়ে বেরিয়ে যান সোনু সুদ। পুরনো তিক্ততার জেরেই কি সোনুর এই মন্তব্য? ইঙ্গিত কিন্তু তেমনটাই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement