এক্সপ্লোর
Advertisement
খুন, না আত্মহত্যা? সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তের অগ্রগতি সম্পর্কে তথ্য জানাল সিবিআই
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর ছয় মাসের বেশি কেটে গিয়েছে। কিন্তু এখনও তাঁর মৃত্যুরহস্য এখনও অজানাই রয়ে গিয়েছে। এরইমধ্যে সিবিআই জানিয়েছে, এই মামলার তদন্ত চলছে। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী দাবি করেছেন যে, সুশান্ত সিংহ রাজপুত মামলায় তাঁর প্রশ্নের জবাব আজ সিবিআই দিয়েছে।
নয়াদিল্লি: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর ছয় মাসের বেশি কেটে গিয়েছে। কিন্তু এখনও তাঁর মৃত্যুরহস্য এখনও অজানাই রয়ে গিয়েছে। এরইমধ্যে সিবিআই জানিয়েছে, এই মামলার তদন্ত চলছে। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী দাবি করেছেন যে, সুশান্ত সিংহ রাজপুত মামলায় তাঁর প্রশ্নের জবাব আজ সিবিআই দিয়েছে।
সিবিআই জবাবে বলেছে, ব্যাপক ও পেশাদারীভাবে সাম্প্রতিক বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্য তদন্ত চলছে। তদন্ত চলাকালে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। আজ পর্যন্ত কোনও দিকই খারিজ করে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, সুশান্তর মৃত্যুর পর তদন্ত নিয়ে মহারাষ্ট্র ও বিহার সরকারের মধ্যে সংঘাত দেখা দিয়েছিল। এরপর বিহার সরকারের সুপারিশে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কেন্দ্র। সুপ্রিম কোর্টেও এই মামলায় সিবিআই তদন্তের আর্জিতে সায় দেয়। মাদক ও টাকাপয়সা লেনদেনের অভিযোগ সামনে আসার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও এনসিবি-ও তদন্তে নামে।
আর এই ঘটনার তদন্ত নিয়েইউ কয়েকদিন আগে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিলেন, সুশান্তর মৃত্যু আত্মহত্যার কারণে, নাকি তাঁকে খুন করা হয়েছে। দেশমুখ বলেছিলেন, সিবিআইয়ের তাড়াতাড়ি তদন্ত রিপোর্ট জানানো উচিত।
দেশমুখ বলেছিলেন, সিবিআইয়ের হাতে মামলায় দায়িত্ব ছয় মাস আগে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত, যত দ্রুত সম্ভব তদন্ত রিপোর্ট প্রকাশ করা। যাতে স্পষ্ট হয় যে, এই ঘটনা আত্মহত্যা, না খুন।
চলতি বছরের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্তকে। মুম্বই পুলিশ দুর্ঘটনাবশত মৃত্যুর রিপোর্ট দায়ের করে মামলার তদন্ত শুরু করে। এরইমধ্যে প্রয়াত অভিনেতার বাবা আত্মহত্যার জন্য উস্কানির অভিযোগ জানিয়ে এফআইআর দায়ের করেন। এরই ভিত্তিতে সুপ্রিম কোর্ট গত ১৯ অগাস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
সুশান্তর বাবার এফআইআরে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী ও অন্যান্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয়। গত অক্টোবরে এইমস-এর এক মেডিক্যাল বোর্ড তাদের পরীক্ষা রিপোর্টে জানায় যে, সুশান্তর মৃত্যু হত্যা নয়, তা আত্মহত্যা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement