এক্সপ্লোর
Advertisement
সুশান্তর শেষ ছবির ট্রেলার শেয়ার করে কী লিখলেন প্রিয়ঙ্কা চোপড়া?
সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন প্রিয়ঙ্কা চোপড়া। সকলকে ছবিটা দেখার পরামর্শ দিলেন।
মুম্বই : সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন প্রিয়ঙ্কা চোপড়া। সকলকে ছবিটা দেখার পরামর্শ দিলেন। জানালেন এই ছবি ভালোবাসা, বন্ধুতা এবং জীবনের কথা বলে।
গত মাসে অভিনেতা আত্মহত্যা করার পর থেকে তাঁর শেষ ছবি ঘিরে মানুষের মধ্যে স্বাভাবিক কারণেই অন্য রকম এক অপেক্ষা কাজ করেছে। প্রথমে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারীতে দেশের পরিস্থিতি পুরো বদলে যাওয়ায়, হল মাসের পর মাস বন্ধ থাকায় ছবিটিকে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। ছবির ট্রেলার লঞ্চ হওয়ার পরই তা নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন প্রিয়াঙ্কা। লিখেছেন, আরও একবার, সুশান্ত সিং রাজপুত... দিল বেচারা! ভালোবাসা, বন্ধুত্ব ও জীবনের উদযাপন এ ছবি।
প্রিয়ঙ্কার পোস্ট দেখে বেজায় খুশি তাঁর ফ্যানরা। কেউ লিখেছে, এই ইন্ডাস্ট্রিতে কেউ যখন অন্যের ছবির জন্য একটা শব্দও বলতে চায় না, সেখানে তুমি এভাবে প্রচার করেছো, এটা সত্যি খুব ভালো ব্যাপার। কেউ বা বলেছেন, এমন পোস্ট তোমার সংবেদনশীল বড় মনের পরিচায়ক। কারও বা বক্তব্য, নিজের কাজ করা ছবি ছাড়াও ইন্ডাস্ট্রির অন্য ছবির জন্য আপনার মতোই সকলের এগিয়ে আসা উচিত।
অনিল কপূর ইনস্টায় লিখেছেন, ‘জীবন কতটুকু সময়ের আমরা জানিনা। প্রত্যেকটা মুহূর্তই তাই আমাদের ঠিকমতো বেঁচে থাকার চেষ্টা করা দরকার। চমৎকার এক অভিনেতাকে শেষবারের মতো রূপোলি আলোয় দেখতে পাবো আমরা।‘
স্টাররা তো বটেই, মুকেশ ছাবড়া পরিচালিত, জন গ্রিনের উপন্য়াস ফল্ট ইন আওয়ার স্টারস আশ্রিত ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর আবেগ বিহ্বল হয়ে পড়েছেন দেশের সিনেমাপ্রেমী মানুষ। সুশান্ত যখন ছবিতে বলছেন, ‘জনম কব লেনা হ্যায় অউর মরনা কব হ্যায় হাম ডিসাইড নেহি কর সকতে,পর ক্যায়সে জীনা হ্যায় ওহ হাম ডিসাইড কর সকতে হ্য়ায়,’ অনেকই চোখের জল ধরে রাখতে পারেননি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement