এক্সপ্লোর
‘আমরা সবাই তোমায় মিস করব’, সুশান্তের প্যারাগ্লাইডিংয়ের পুরানো ভিডিয়ো শেয়ার করলেন অঙ্কিতা
অঙ্কিতা লিখেছেন, ‘সুশান্ত, আমরা এবং তোমার ফ্যানরা সকলেই তোমায় খুব মিস করি। এভাবে অন্য উড়ান তুমি না নিলেই পারতে। তাদের সঙ্গেই থাকলে বরং পারতে যারা তোমার শিকড়ের সঙ্গে জড়িয়ে রাখত।‘

মুম্বই:সুশান্ত সিং রাজপুত ও নিজের অন্য বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। তাতে দেখা গিয়েছে সুশান্ত প্যারাগ্লাইডিং করছেন। আর তাঁকে হাওয়ায় উড়তে দেখে সুশান্তের নাম ধরে রীতিমতো চিৎকার করেছেন অঙ্কিতা। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অঙ্কিতা লিখেছেন, ‘সুশান্ত, আমরা এবং তোমার ফ্যানরা সকলেই তোমায় খুব মিস করি। এভাবে অন্য উড়ান তুমি না নিলেই পারতে। তাদের সঙ্গেই থাকলে বরং পারতে যারা তোমার শিকড়ের সঙ্গে জড়িয়ে রাখত।‘ সেই বেড়ানোর সঙ্গী অঙ্কিতার বন্ধু নাতাশা লিখেছেন, ‘ভিডিওটি আদিত্য রেকর্ড করেছিলেন। এটি একসঙ্গে কাটানো আমাদের ছুটির ভিডিও। অঙ্কিতা লোখান্ডে তোমার এভাবে উদ্বেগে চিৎকার করা, তোমার গুগুর জন্য, আমার বেদনা বাড়িয়েছে।‘ নাতাশার এই পোস্টটাই শেয়ার করেছেন অঙ্কিতা। প্রসঙ্গত গত ১৪ জুলাই বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে জোরকদমে তদন্ত চালাচ্ছে সিবিআই, ইডি ও এনসিবির মতো দেশের শীর্ষ সংস্থা। পরিবার, ভক্ত ও বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সুশান্তের জন্য ন্যায় বিচারের আওয়াজ তুলছেন। আর মাঝে মাঝে পাওয়া যাচ্ছে এই ধরনের আবেগমথিত পোস্ট।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স





















