এক্সপ্লোর
Advertisement
প্রয়াত অভিনেতার স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা,পূর্ণিয়ায় সুশান্তর নামে রাস্তা
সম্প্রতি প্রয়াত অভিনেতার নিজের শহর একটি রাস্তার নামকরণ তাঁর নামে করার উদ্যোগ নিয়েছে। সুশান্তর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। সুশান্ত আদতে ছিলেন বিহারের পূর্ণিয়ার বাসিন্দা।
পূর্ণিয়া:বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বিনোদন জগত। গত ১৪ জুন সুশান্তের মৃত্যুর খবর সবাইকে হতচকিত ও শোকবিহ্বল করে তুলেছিল। প্রতিভাধর এই অভিনেতার মাত্র ৩৪ বছরে অকালমৃত্যুতে শোকে মূহ্যমান তাঁর আত্মীয়স্বজন ও অনুরাগীরা। তাঁর মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ ও পক্ষপাতিত্ব সংক্রান্ত বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে।
সম্প্রতি প্রয়াত অভিনেতার নিজের শহর একটি রাস্তার নামকরণ তাঁর নামে করার উদ্যোগ নিয়েছে। সুশান্তর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। সুশান্ত আদতে ছিলেন বিহারের পূর্ণিয়ার বাসিন্দা।
শহরের মধুবনী থেকে মাতা চক পর্যন্ত রাস্তার নামকরণ সুশান্তর নামে করা হয়েছে। সেইসঙ্গে ফোর্ড কোম্পানি মোড়ের নামও দিল বেচারা সিনেমার অভিনেতার নামে রাখা হয়েছে। এই নামকরণ সংক্রান্ত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিও ও ছবিগুলিতে সুশান্ত সিংহ রাজপুত চক লেখা দেখা গিয়েছে। পূর্ণিয়ার মেয়র সবিতা দেবী বলেছেন, সুশান্ত একজন বড়মাপের শিল্পী ছিলেন। এভাবে রাস্তার নামকরণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement