এক্সপ্লোর
Advertisement
সুশান্ত মৃত্যু তদন্তে আজ রিয়া চক্রবর্তীর চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে তলব ইডির
এরমধ্যে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিকে ৬২ লাখ টাকা দিয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। সেই টাকা থেকে ওই এজেন্সি আবার রিয়া চক্রবর্তীকে দেয় ২২ লাখ টাকা।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর ২ মাস পেরিয়ে গেছে। ক্রমেই জটিল হচ্ছে তাঁর মৃত্যু রহস্য। সুশান্তের বাবার এফআইআর অনুসারে রিয়া চক্রবর্তী ও আরও ৫ জনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই রিয়া, ভাই শৌভিক ও তাঁদের বাবাকে বিভিন্নবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সুশান্তের মৃত্যু তদন্তে আর্থিক তছরুপের দিকটিই খতিয়ে দেখা হচ্ছে। এবার রিয়ার চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে ডেকে পাঠিয়েছে ইডি। রিয়ার আয়-ব্যয়, আয়কর রিটার্ন পরীক্ষা করে দেখছে ইডি।
এএনআই সূত্রে খবর, আজই রীতেশ শাহকে ডেকে পাঠায় ইডি।
সুশান্তের বাবার অভিযোগ, প্রয়াত অভিনেতার অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তুলে নেওয়া হয়। কিন্তু তার কোনও হদিশ নেই। সেই থেকেই রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। ডেকে পাঠানো হয় সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানীকেও। তদন্তের স্বার্থে রিয়া, সৌভিক ও তার বাবার ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। খতিয়ে দেখা হচ্ছে তাদের কল-লগ। হোয়াটসঅ্যাপ মেসেজও দেখা হচ্ছে।
#SushantSinghRajput death case: Ritesh Shah, CA of Rhea Chakraborty, has been summoned by Enforcement Directorate (ED) to join the investigation today.
— ANI (@ANI) August 17, 2020
এরই মধ্যে ইডি মুম্বই পুলিশের সুশান্ত মৃত্যু তদন্তের তথ্যাদি ও ডিজিট্যাল নথি চেয়ে পাঠিয়েছে। এরমধ্যে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিকে ৬২ লাখ টাকা দিয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। সেই টাকা থেকে ওই এজেন্সি আবার রিয়া চক্রবর্তীকে দেয় ২২ লাখ টাকা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের হাতে এই তথ্য এসেছে। ইডির প্রশ্ন, কেন এই টাকা ঢুকেছে রিয়ার অ্যাকাউন্টে? এতেই শেষ নয়, জানা গিয়েছে, অসম ও তামিলনাড়ুতে দুটি অনুষ্ঠান করার জন্য সুশান্তের সঙ্গে একটি সংস্থার ২.০৫ কোটি টাকার চুক্তি হয়। সেই চুক্তি কার্যকর হওয়ার আগেই পুরো টাকা ঢুকে যায় রিয়ার অ্যাকাউন্টে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement