Sushmita Dey: 'আমাকে জড়াবেন না প্লিজ', বিস্ফোরক পোস্ট অনির্বাণের, সুস্মিতার সঙ্গে প্রেমে বিচ্ছেদ?
Entertainment News: এই গুঞ্জন একেবারে ভিত্তিহীন নয়। গুঞ্জনের শুরু অনির্বাণের একটি ফেসবুক পোস্ট থেকে।
![Sushmita Dey: 'আমাকে জড়াবেন না প্লিজ', বিস্ফোরক পোস্ট অনির্বাণের, সুস্মিতার সঙ্গে প্রেমে বিচ্ছেদ? Sushmita Dey Anirban Roy Break Up Rumors Social Media Controversy Entertainment News Update Sushmita Dey: 'আমাকে জড়াবেন না প্লিজ', বিস্ফোরক পোস্ট অনির্বাণের, সুস্মিতার সঙ্গে প্রেমে বিচ্ছেদ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/9950a5135598b67f2f560ee3a82445f2171829470954349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দীর্ঘ সম্পর্ক, বাগদান.. প্রেমের জোয়ারে বেশ তো ভাসছিলেন দুজনেই। মধ্যরাতে বাড়ির নিচে হাজির হয়ে প্রেম নিবেদন, উৎসব অনুষ্ঠানে পাশাপাশি.. ঠিকঠাক ছিল সবই তো! কিন্তু হঠাৎ কী দূরত্ব বাড়ল ছোটপর্দার অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) আর তাঁর প্রেমিক অনির্বাণ রায় (Anirban Roy)-এর মধ্যে? সোশ্যাল মিডিয়ায় হঠাৎ পোস্টে অবাক সবাই। পর্দায় যাঁর অনস্ক্রিন প্রেমের গল্পে মজে দর্শক, বর্তমানে কী তাঁরই ব্যক্তিগত জীবনে ছন্দপতন? সম্পর্কে কি বিচ্ছেদ হল সুস্মিতা আর অনির্বাণের?
এই গুঞ্জন একেবারে ভিত্তিহীন নয়। গুঞ্জনের শুরু অনির্বাণের একটি ফেসবুক পোস্ট থেকে। আজ, নিজের সোশ্যাল মিডিয়ায় হঠাৎ কয়েকটি লাইন পোস্ট করেন অনির্বাণ। সেখানে স্পষ্ট লেখা, 'সুস্মিতা দে সংক্রান্ত কোনও প্রশ্ন আমায় করবেন না বা কোনও পোস্টে আমায় জড়াবেন না। কিছু ব্যক্তিগত কারণে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।' এই পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই সেটা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেন অনির্বাণ। শুধু তাই নয়, অনির্বাণ বা সুস্মিতার প্রোফাইলে চোখ রাখলেই দেখা যাবে, তাঁদের প্রোফাইলে এখনও ভর্তি একে অপরের ছবি। তাহলে হঠাৎ কী হল এই জুটির মধ্যে, সেই কথাই ভাবছেন সবাই।
বর্তমানে 'কথা' (Kotha) ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করছেন সুস্মিতা। এর আগে 'পঞ্চমী' (Panchami) বা 'বৌমা একঘর' (Bouma Akghor)-এর মতো ধারাবাহিকের মুখ্যচরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। মডেলিং দিয়েই তাঁর কেরিয়ার শুরু। সেই মডেলিংয়ের হাত ধরেই সুস্মিতার আলাপ হয়েছিল অনির্বাণের সঙ্গে। সেখান থেকেই দীর্ঘ প্রেমের সম্পর্ক। শুধু সম্পর্ক বললেও ভুল হবে, শোনা যায়, পরিবারের সবার সম্মতিতেই বাগদান হয়ে গিয়েছিল তাঁদের। সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবিও শেয়ার করে নিয়েছিলেন সুস্মিতা। তবে তারপরে ছন্দপতন।
প্রিয় জুটির এই বিচ্ছেদ যেন মেনে নিতে পারছেন না অনুরাগীরা। অনেকেই লিখেছেন, তাঁদের সম্পর্ক আবার ঠিক করে নেওয়ার জন্য। অনেকে আবেদন করেছেন বিচ্ছেদের সিদ্ধান্তকে ফের একবার ভেবে দেখতে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সুস্মিতা বা অনির্বাণ কেউই। বরং অনির্বাণ পোস্টটি সরিয়েও নিয়েছেন। অনেকে আশা করছেন, সাময়িক কিছু সমস্যার কারণেই এই ধরণের পোস্ট করেছিলেন অনির্বাণ। তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে।
View this post on Instagram
আরও পড়ুন: Dev Look: শাহরুখের সঙ্গে তাঁর তুলনা করছে নেটদুনিয়া, হঠাৎ কী বদল আনলেন দেব?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)