Sushmita Sen Birthday: প্রেম, বিচ্ছেদ, গুঞ্জন... বার বার ভালবাসা এলেও সুস্মিতার জীবন চলে নিজের শর্তে
Actress Sushmita Sen Birthday: তাঁকে অনন্যা করে তুলেছে তাঁর ব্যক্তিত্বই। তিনি সুস্মিতা সেন। আজ তাঁর জন্মদিন।
![Sushmita Sen Birthday: প্রেম, বিচ্ছেদ, গুঞ্জন... বার বার ভালবাসা এলেও সুস্মিতার জীবন চলে নিজের শর্তে Sushmita Sen Birthday: Today in Sushmita Sen Birthday know more about her personal life and love affaires Sushmita Sen Birthday: প্রেম, বিচ্ছেদ, গুঞ্জন... বার বার ভালবাসা এলেও সুস্মিতার জীবন চলে নিজের শর্তে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/19/add1a8a1751280475d32976c86969e3a170040922122749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তিনি রহস্যময়ী.. আর তাই তাঁকে ঘিরে উৎসাহের শেষ নেই আমজনতার। তাঁর সম্পর্ক থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, দৃষ্টিভঙ্গি.. সবেতেই যেন তিনি সবার থেকে আলাদা। কখনও প্রেমের সম্পর্ক নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে, কখনও আবার পরিবার নিয়ে প্রশংসনীয় পদক্ষেপ... তাঁকে অনন্যা করে তুলেছে তাঁর ব্যক্তিত্বই। তিনি সুস্মিতা সেন। আজ তাঁর জন্মদিন।
রোহমান শলের সঙ্গে সম্পর্ক
মুম্বই বেসড এই ফ্যাশন মডেলের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক দীর্ঘ সময়ের। ৩ বছর ধরে এই সম্পর্কে ছিলেন সুস্মিতা। বয়সে অনেকটা ছোট রোহমানের সঙ্গে সুস্মিতার সমীকরণ ছিল দেখার মতো। তবে সদ্যই সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করেছিলেন সুস্মিতা। তারপরেও অবশ্য একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে সুস্মিতার সঙ্গে। তাঁদের সম্পর্ক ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে
ললিত মোদির সঙ্গে বিয়ে?
সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে, ঘটা করে সুস্মিতাকে নিজের জীবনসঙ্গী ঘোষণা করলেও, প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে চিরকালই চুপচাপ ছিলেন সুস্মিতা। তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র চর্চা কার্যত বন্ধ করতে সুস্মিতা পোস্ট করেন, তিনি কোনও বিবাহ করেননি এমনকি কোনও সম্পর্কেও নেই। পরবর্তীতে একটি সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, 'আমার যদি বিয়ে করার হত, করেই ফেলতাম। আমি কিছু ভাবি না। যা সিদ্ধান্ত নিই, করে ফেলি।'
বিক্রম ভট্টের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক
অভিনয়ের দুনিয়ায় পরিচালক প্রযোজক বিক্রম ভট্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা। সেসময়ে বিবাহিত ছিলেন বিক্রম আর তাই তার পরিবারে এই সম্পর্ক নিয়ে সমস্যা তৈরি হয়। এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি, বিক্রমের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন সুস্মিতা।
রণদীপ হুডার সঙ্গে প্রেম
অভিনেতা রণদীপ হুডার সঙ্গে সুস্মিতার প্রেম বহুচর্চিত। তাঁদের সম্পর্ক না টিঁকলেও, বাস্তব জীবনে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন তাঁরা। বলিউডের যে কোনও পার্টিতেও কথাবার্তা বলতে দেখা গিয়েছে তাঁদের, তবে প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী ছিল না মোটেই।
ঋত্বিক ভাসিনের সঙ্গে সম্পর্ক
ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন ছিল। যদিও সেই সম্পর্কের কথা চিরকালই উড়িয়ে দিয়েছেন সুস্মিতা। তাঁদের একসঙ্গে খুব এখটা দেখাও যায়নি ক্যামেরার সামনে।
ওয়াসিম আক্রমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন
প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রমের সঙ্গে সুস্মিতা সেনের আলাপ হয়েছিল একটি ডান্স রিয়্যালিটি শো-তে। সেই সময় থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে দূরত্বের কারণেই দীর্ঘস্থায়ী হয়নি তাঁদের সম্পর্ক। প্রেমের কথা কখনও স্বীকারও করেননি ওয়াসিম বা সুস্মিতা কেউই।
ম্যানেজারের সঙ্গে প্রেম?
একসময় বান্টি সচদেবের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাতেন বান্টি। সেই সময়ে সুস্মিতার ম্যানেজারও ছিলেন তিনি। একাধিক পার্টিতে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন তাঁরা। তবে সেই সম্পর্কে সীলমোহর পড়েনি কখনোই।
ইমতেয়াজ খত্রির সঙ্গে সম্পর্ক
সুস্মিতার বয়স তখন ৩৬। শোনা যায় সেইসময়ে তিনি এক ২২ বছর বয়সী ব্যবসায়ীর প্রেমে পড়েছিলেন। তিনিই এই ইমতেয়াজ খত্রি। গোয়ায় একটি ফ্যাশান শো থেকে তাঁদের আলাপ হয়। বন্ধুদের সঙ্গে হামেশাই সময় কাটাতে দেখা যেত তাঁদের। তবে চিরকালই একে অপরকে ভাল বন্ধু বলেই পরিচয় দিয়ে গিয়েছেন তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)