Sushmita Sen on Social Media: 'বিবাহিত নই, কোনও আংটিও নেই', সোশ্যাল মিডিয়ায় 'ললিত' প্রসঙ্গ ইচ্ছা করেই এড়ালেন সুস্মিতা?
Sushmita Sen Update: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেরাতের একটা ট্যুইটের পর থেকেই কার্যত তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম।
মুম্বই: , 'আমি ভীষণ খুশি আছি। বিবাহিত নই, কোনও আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় জড়িয়ে আছি। যথেষ্ট বিবরণ, বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে। এবার জীবনে আর কাজে ফেরা যাক। সবসময় আমার খুশি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।'... এই একটা পোস্টেই কী জল্পনায় জল ঢাললেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen)? গতকাল সন্ধে থেকে সোশ্যাল মিডিয়া পোস্টের পর যে গুঞ্জন ছড়িয়েছিল, সেই গুঞ্জনকে কী এরকরম অস্বীকারই করলেন অভিনেত্রী?
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেরাতের একটা ট্যুইটের পর থেকেই কার্যত তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম। প্রথমে বিয়ের খবর নিয়ে বিভ্রান্তি আর তারপরেই ট্যুইটারে স্পষ্ট ঘোষণা, বিয়ে নয়, এ তো প্রেম। 'ডেটিং'। ট্যুইট জুড়ে প্রাক্তন বিশ্বসুন্দরীর ছবি ও প্রসঙ্গ থাকলেও ট্যুইটটি করেছিলেন ললিত মোদি (Lalit Modi)। সোশ্যাল মিডিয়ায় নতুন সম্পর্ক আর জীবনের নতুন মোড় নিয়ে অকপট একটা ট্যুইট। আর সেই ট্যুইটেই আগুনের মত ছড়িয়ে পড়ল সুস্মিতা সেন (Sushmita Sen) আর ললিত মোদির সম্পর্কের খবর।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ললিত মোদি লেখেন, 'মলদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম আর হ্যাঁ, আমার স্ত্রী সুস্মিতা সেনের কথা তো আলাদা করে বলতেই হবে। আমার জীবনের নতুন শুরু হল।' সেই ট্যুইটের সঙ্গে জোড়া ছিল নতুন পুরনো মিলিয়ে সুস্মিতা ও ললিতের একগুচ্ছ ছবি।
প্রথম ট্যুইটে সুস্মিতাকে 'স্ত্রী' বলে উল্লেখ করলেও পরের ট্যুইটেই বিষয়টি পরিষ্কার করে দেন ললিত মোদি। ফের তিনটি ছবি দিয়ে তিনি লেখেন, 'একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আমরা কেবল একে অপরের সঙ্গে ডেট করছি। বিয়ে করিনি। তবে আশা রাখি একদিন বিয়েও হবে।'
এই দুই ট্যুইটের পর তোলপাড় আর জল্পনার ঢেউয়েও নিশ্চল ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আর প্রথম সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তিনি। শেয়ার করে নিলেন ছবিও। তবে সেই ছবিতে ললিত মোদির চিহ্নমাত্র নেই। সেই ছবিতে সুস্মিতাকে ঘিরে রয়েছেন তাঁর দুই মেয়ে।
সুস্মিতা লিখছেন, 'আমি ভীষণ খুশি আছি। বিবাহিত নই, কোনও আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় জড়িয়ে আছি। যথেষ্ট বিবরণ, বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে। এবার জীবনে আর কাজে ফেরা যাক। সবসময় আমার খুশি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। আর যাঁরা করেন না , তাঁদেরও.. সবাইকে ভালোবাসি। দুগ্গা দুগ্গা।'
তবে সুস্মিতার পোস্টের পরেও যেন রয়ে গেল ধোঁয়াশা। যে ভালোবাসার কথা তিনি বললেন, তা কি ললিত মোদি সংক্রান্ত নাকি নিছক পরিবার আর দুই মেয়ের কথাই উল্লেখ করলেন তিনি? ভালোবাসা আর সম্পর্ক নিয়ে সবসময়েই সোজাসাপ্টা সুস্মিতা। তাহলে এবার ব্যতিক্রম কেন? উত্তর দেবে সময়।
">