এক্সপ্লোর
হৃত্বিক-কঙ্গনা প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন সুজান, কঙ্গনার আইনজীবীর তোপ অভিনেতাকে

মুম্বই: কঙ্গনা-হৃত্বিক দ্বন্দ্বে এই প্রথম মুখ খুললেন সুজান খান। দিন কয়েক আগে এক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয় ইস্তানবুল বিমানবন্দরে সুজানকে হৃত্বিক-কঙ্গনার বিষয়ে গসিপ করতে শোনা গেছে। এপ্রসঙ্গে সেই সংবাদমাধ্যমের নাম উল্লেখ করে একের পর এক বিস্ফোরক টুইট করলেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান।
আবার কঙ্গনার আইনজীবীও হৃত্বিক ও তাঁর আইনজীবীদের উদ্দেশে কড়া স্টেটমেন্ট দিয়েছেন আজ। সম্প্রতি হৃত্বিকের আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয় কঙ্গনা তাঁর আইনজীবীদের কাছে বহু সত্য গোপন করেছেন। তারই পাল্টা আজ কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি বলেন, অভিনেত্রী তাঁর থেকে কিছুই লুকিয়ে রাখেননি। কোনও বিষয়ই কঙ্গনার কারও থেকে সার্টিফিকেটের প্রয়োজন নেই। তিনি আরও বলেন, একমাত্র ভগবানের পক্ষেই জানা সম্ভব আমার মক্কেল আলোচনার সময় আমাকে কী বলেছেন। অভিনেত্রীর আইনজীবীর কটাক্ষ, সেপ্রসঙ্গে যখন হৃত্বিক ও তাঁর আইনজীবীরা মন্তব্য করেছেন, তখন ধরে নিতেই হবে তাঁরা ভগবান। অভিনেত্রীর আইনজীবীর মন্তব্য তিনি জানেন, তাঁর মক্কেল তাঁকে সত্যি কথাই বলছেন। বরং হৃত্বিক ও তাঁর আইনজীবীরাই বিষয়টাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।Hello @dna you wanna know what I am thinking..So sorry you will never know. So continue guessing pic.twitter.com/YS1n5uMJa4
— Sussanne Khan (@sussannekroshan) April 26, 2016
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















