Swara Bhasker: স্বামী ফাদাহকে 'ছাপরি' বলে আক্রমণ! ফুঁসে উঠলেন স্বরা ভাস্কর
Swara Bhasker News: ফাহাদকে 'ছাপরি' আক্রমণ, ফুঁসে উঠলেন স্বরা

কলকাতা: ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ, রাজনীতি, হামেশাই বিভিন্ন কারণে শিরোনামে থাকেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। ফাহাদ আহমেদের সঙ্গে ভালবাসার বিয়ে স্বরার, তাঁদের রয়েছে এক সন্তানও। তবে বারে বারেই স্বরাকে তাঁর স্বামীকে নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। স্বামীর ধর্ম নিয়ে বারে বারেই বিভিন্ন কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। সম্প্রতি অভিনেত্রী এবং তাঁর স্বামী ফাহাদ একটি টিভি শো 'পতি পত্নী অউর পঙ্গা'-তে অংশ নিয়েছিলেন। আর সেই এপিসোড প্রকাশ্যে আসার পরেই অনেকে বলেছেন, স্বরা ও ফাহাদের মধ্য়েকার রসায়ন ও ফাহাদের লুক, কোনোটাই পছন্দ হয়নি নেটিজেনদের। কিছু অনুরাগীরা স্বরার স্বামীর প্রতি আপত্তিকর মন্তব্যও করেছেন। আর এবার, এই সমস্ত পোস্টের, কমেন্টের একটি কড়া জবাব দিয়েছেন স্বরা।
স্বরার কড়া উত্তর
সোশ্যাল মিডিয়ায় কিছু নেটব্যবহারকারীর স্ক্রিনশট শেয়ার করে নিয়েছেন তাঁরা। সেখানে রয়েছে আপত্তিকর বেশ কিছু মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ফাহাদকে 'ছাপরি' বলে উল্লেখ করেছেন। এক নেটব্যবহারকারী ফাহাদকে উদ্দেশ্য করে লেখেন, 'ডোংরি থেকে ছাপরি স্বামীকে একটা রিয়্যালিটি শোয়ে নিয়ে এসেছেন স্বরা ভাস্কর। স্বরার স্বামীকে পুরো রাস্তার দোকানদারদের মতো দেখতে লাগছে।'
This twit who describes himself both as a proud Hindu and Ambedkarite does not seem to know that Chhapri is a casteist slang.. a derogatory term used to describe a community that fixes ‘chappars’ or thatched huts. Also nothing wrong with being a street vendor from Dongri or… pic.twitter.com/SgoQlpM8E4
— Swara Bhasker (@ReallySwara) August 6, 2025
এই সমস্ত স্ক্রিনশট শেয়ার করে নিয়ে স্বরা লিখেছেন, 'এই লোকটি নিজেকে গর্বিত হিন্দু ও আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। কিন্তু তিনি এটা জানেন না, ‘ছাপরি’ কথাটাও জাত তুলে কটাক্ষ করার মতোই। এটা খুবই নিম্ন মানের একটি শব্দ, যা একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করার জন্য ব্যবহৃত হয়। ডোংরি বা অন্য কোনও এলাকার রাস্তার দোকানদার হওয়ার মধ্যে খারাপ কিছু নেই। বুঝেছেন, জাত্যাভিমানে ভরা মূর্খের দল?'
সোশ্যাল মিডিয়ায় অনেকেই অবশ্য স্বরাকে সমর্থন করেছেন। প্রসঙ্গত, ২০২৩ সালে বিয়ে করেন স্বরা ও ফাহাদ। এখন তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। কন্যার নাম তাঁরা রেখেছেন রাবিয়া।





















