এক্সপ্লোর
Advertisement
আবেগবিহ্বল হয়ে পড়েছিলেন স্বস্তিকা, জল ভরে এসেছিল চোখে, দেখতে পারেননি ‘দিল বেচারা’
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত আর নেই। গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন এই তরতাজা অভিনেতা। গত ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সুশান্ত শেষ ছবি ‘দিল বেচারা’।
কলকাতা: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত আর নেই। গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন এই তরতাজা অভিনেতা। গত ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সুশান্ত শেষ ছবি ‘দিল বেচারা’। এই সিনেমায় প্রয়াত অভিনেতার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কলাকুশলীদের একজন হওয়া সত্ত্বেও ওই সিনেমা দেখতে পারেননি স্বস্তিকা।
স্বস্তিকা বলেছেন, ‘সত্যি কথা বলতে কী, আমি সিনেমাটা দেখতে পারি না। কাউন্টডাউন শুরুর আগে আমরা সবাই উত্তেজিত ছিলাম। মুক্তির আগে পুরো সিনেমা আমি দেখিনি। ডাবিংয়ের জন্যও দেখা হয়নি। তাই শুক্রবারের মুক্তির দিকে তাকিয়েছিলাম’।
কিন্তু শেষপর্যন্ত মুক্তির দিন ওই সিনেমা বসে দেখা হল না তাঁর!
স্বস্তিকা বলেছেন, সুশান্তর আকস্মিক মৃত্যু তাঁকে আবেগবিহ্বল করে তুলেছে।একসঙ্গে সিনেমাটি দেখার জন্য পরিবারের লোকজনকে ফোনও করেছিলেন তিনি। সিনেমার মুক্তি উদযাপনের সঙ্গে সুশান্তকে স্মরণ করতে চেয়েছিলেন তিনি।
স্বস্তিকা বলেছেন, ‘সন্ধে সাড়ে সাতটায় সিনেমা শুরু হয়। ওই সময় যখন মনকাড়া হাসি সহ গিটার হাতে সুশান্তের সাদা-কালো ছবি, ওর উদ্ধৃতি লেখা পর্দায় দেখা গেল, তখন আমি বিহ্বল হয়ে পড়লাম। সিনেমা আর দেখতে পারলাম না। আমি তো দর্শক নই। এই সিনেমারই একজন। আমি ওকে জানি। ও ছিল আমার সহ অভিনেতা। ওই সময় সিনেমা দেখা আমার কাছে খুব কঠিন হয়ে পড়েছিল’।
তাঁর পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে স্বস্তিকা বলেছেন, তাঁকে তাঁর মেয়ে ফোন করেছিলেন। কিন্তু মেয়ের এত আস্তে গলা এর আগে কখনও শোনেননি তিনি। পরিবারের সদস্যরাও খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন স্বস্তিকা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
শিক্ষা
আইপিএল
Advertisement