এক্সপ্লোর
Advertisement
ব্রোঞ্জের মূর্তি বসিয়ে যশ চোপড়াকে সম্মান সুইৎজারল্যান্ডের
মুম্বই: নিজের বিভিন্ন ছবিতে সুইৎজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য্যকে সুন্দরভাবে দৃশ্যায়িত করার জন্য ব্রোঞ্জের মূর্তি বানিয়ে প্রয়াত বলিউড চলচ্চিত্র পরিচালক যশ চোপড়াকে সম্মান জানাল সেদেশের সরকার।
বুধবার প্রায় ২৫০ কিলোগ্রাম ওজনের একটি ব্রোঞ্জের মূর্তির বসানো হয়। মূর্তিটির উদ্বোধন করেন প্রয়াত পরিচালকের স্ত্রী পামেলা। উপস্থিত ছিলেন পুত্রবধূ তথা অভিনেত্রী রানী মুখোপাধ্যায়। যশরাজ ফিল্মসের তরফে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গিয়েছে, শুধু ছবির শ্যুটিং নয়, সুইৎজারল্যান্ডে নিজেও অবসর কাটাতে পছন্দ করতেন যশ চোপড়া। ছবিতে যেভাবে এই ইউরোপীয় দেশের প্রাকৃতিক সৌন্দর্য্যকে তুলে ধরেছেন যশ, তার ফলে সেদেশে পর্যটকদের আনাগোনা বহু অংশে বৃদ্ধি পেয়েছে।
জানা গিয়েছে, কুরসাল অঞ্চলের বিখ্যাত কংগ্রেস সেন্টারের কাছে ইন্টারলেকেনে। এই এলাকাটি সাধারণত পর্যটকদের কাছে ভীষণই জনপ্রিয়। মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইৎজারল্যান্ডের বহু মন্ত্রী ও শীর্ষস্থানীয় আমলা।
এই প্রথম নয়। এর আগেও ইন্টারলেকেন প্রশাসন ২০১১ সালে যশ চোপড়াকে ‘অ্যাম্বাসাডর অফ ইন্টারলেকেন’ উপাধি দিয়েছিলেন। এছাড়া, জুংফ্রাও রেল কর্তৃপক্ষ তাঁর নামে একটি ট্রেনের নামকরণ করে। সেখানকার পাঁচতারা হোটেলেও যশ চোপড়ার নামে একটি সুইটের নামকরণ করেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement