Koffee With Karan: এই বিশেষ কারণে 'কফি উইথ করণ'-এ আমন্ত্রিত নন তাপসী পান্নু!
Taapsee Pannu: শোনা যাচ্ছে, 'কফি উইথ করণ'-এ আমন্ত্রণ জানান হয়নি অভিনেত্রীকে। আর জনপ্রিয় এই চ্যাট শো-এ তাপসীকে আমন্ত্রণ না জানানোর কারণ নিজেই জানালেন অভিনেত্রী।
মুম্বই: আগামী ১৯ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাপসী পান্নুর (Taapsee Pannu) বহু প্রতীক্ষিত ছবি 'দোবারা'। এই ছবিতে প্রথমবার ভিন্ন চরিত্র দেখা যাবে তাপসীকে। ছবির প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন পরিচালক, অভিনেত্রী। কিন্তু কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ (Koffee With Karan) ছবির প্রচারে দেখা নাও যেতে পারে অভিনেত্রীকে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর এমনটাই। কিন্তু যেখানে বলিউডের অন্যান্য তারকারা নিজেদের ছবির প্রচারে কর্ণ জোহরের শোয়ে উপস্থিত থাকছেন, সেখানে কেন 'দোবারা'র প্রচারে দেখা যাবে না তাপসীকে? শোনা যাচ্ছে, 'কফি উইথ করণ'-এ আমন্ত্রণ জানান হয়নি অভিনেত্রীকে। আর জনপ্রিয় এই চ্যাট শো-এ তাপসীকে আমন্ত্রণ না জানানোর কারণ নিজেই জানালেন অভিনেত্রী।
কেন 'কফি উইথ করণ'-এ আমন্ত্রণ পেলেন না তাপসী?
সম্প্রতি 'দোবারা' ছবির প্রচারে এসেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী তাপসী পান্নু। সেখানেই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় যে কেন তাঁদের দেখা যাচ্ছে না 'কফি উইথ করণ'-এ। মুখের মতো জবাব দেন তাপসী। সটান জানিয়ে দেন যে, তাঁর যৌন জীবন ততটাও আকর্ষণের নয় বলেই তাঁকে 'কফি উইথ করণ'-এ আমন্ত্রণ জানান হয়নি। অভিনেত্রীর উত্তরে হাসির রোল ওঠে নেট দুনিয়ায়।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই করিনা কপূর এবং আমির খানের 'কফি উইথ করণ'-এ আসার একটি প্রোমো প্রকাশ হয় নেট দুনিয়ায়। সেখানেই ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেন আমির খান। সে সময়ই করিনার দিকে প্রশ্ন ছুড়ে দেন কর্ণ জোহর। অভিনেত্রী যৌন জীবন নিয়ে প্রশ্ন করেন। আর কর্ণকে অবাক করে দিয়ে তাঁর এমন প্রশ্নের কারণ জিজ্ঞাসা করেন আমির খান। সঞ্চালক কর্ণ জোহরকে আমির জিজ্ঞাসা করেন যে, তাঁর মা কি এই শো দেখেন না?
আরও পড়ুন - Uorfi Javed Hospitalized: হাসপাতালে ভর্তি উরফি জাভেদ
কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ' নিয়ে কম বিতর্ক দেখা দেয়নি। এই শোতে এসে বি টাউনের নানা তারকা নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তাই বেশ কিছু তারকা এই শোতে আসতেও রাজি হননি চলতি সিজনে। এতদিন 'কফি উইথ করণ' দেখা যেত টেলিভিশনের পর্দায়। তবে, চলতি বছর থেকে তা দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।