'Crew' Trailer Out: বিমানসেবিকার বেশে সোনা পাচার তব্বু-করিনা-কৃতির? মজার সফরের গল্প নিয়ে প্রকাশ্যে 'ক্রু' ট্রেলার
New Movie 'Crew': মুম্বইয়ের প্রেক্ষাপটে তৈরি ছবি তিন সাধারণ বিমান সেবিকার জীবন সফর বর্ণনা করবে। তিন নারীর স্বপ্নের পিছনে ছোটা যে তাঁদের কোন করুণ পরিণতি ডেকে আনবে সেই ঝলক মিলবে ট্রেলারে।
!['Crew' Trailer Out: বিমানসেবিকার বেশে সোনা পাচার তব্বু-করিনা-কৃতির? মজার সফরের গল্প নিয়ে প্রকাশ্যে 'ক্রু' ট্রেলার Tabu, Kareena Kapoor Khan And Kriti Sanon Are Ready For A Hilarious Flight Crew Trailer Out Now 'Crew' Trailer Out: বিমানসেবিকার বেশে সোনা পাচার তব্বু-করিনা-কৃতির? মজার সফরের গল্প নিয়ে প্রকাশ্যে 'ক্রু' ট্রেলার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/16/02c6194e7b5f6fbf5a16f281913467be1710596454287229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বহুপ্রতীক্ষিত ট্রেলার এল প্রকাশ্যে। মুক্তি পেল 'ক্রু' ছবির ট্রেলার ('Crew' Trailer Out)। মুখ্য ভূমিকায় তিন বলিউড সুন্দরী, তব্বু (Tabu), করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও কৃতি শ্যানন (Kriti Sanon)। কমার্শিয়াল ফ্যামিলি এন্টারটেনার ঘরানার এই ছবি যে দর্শককে মজার সফরে নিয়ে যাবে তা ট্রেলারে আরও একবার পরিষ্কার হল। বিমান সেবিকার পোশাকে তিন নায়িকা, সেই সঙ্গে একাধিক হাস্যকর অথচ কঠিন পরিস্থিতির শিকার হতে দেখা গেল তাঁদের। অফুরন্ত মজার সফরের ইঙ্গিত দিল ট্রেলার।
প্রকাশ্যে 'ক্রু' ছবির মনোরঞ্জক ট্রেলার
মুম্বইয়ের প্রেক্ষাপটে তৈরি ছবি তিন সাধারণ বিমান সেবিকার জীবন সফর বর্ণনা করবে। তিন নারীর স্বপ্নের পিছনে ছোটা যে তাঁদের কোন করুণ পরিণতি ডেকে আনবে সেই ঝলক মিলবে ট্রেলারে। 'ক্রু' ট্রেলার থেকে, দর্শক হাস্যরস এবং পরিস্থিতিগত কমেডির দারুণ মিশ্রণ আশা করতে পারেন। করিনা কপূর খান তাঁর অনবদ্য কমিক টাইমিং এবং একজন বিমান সেবিকা হিসেবে তব্বুর অনায়াস মোহময় প্রদর্শন চোখ ধাঁধাবে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন কৃতি শ্যানন, যাঁর পারফর্ম্যান্স অতিরিক্ত মাত্রা যোগ করবে। ছবিতে মিলবে, ডাকতি, পরিস্থিতিগত কমেডি, নাটকীয় মুহূর্ত, এবং প্রচুর প্রচুর ড্রামা।
শনিবার ছবির ট্রেলার পোস্ট করে করিনা কপূর খান লেখেন, 'তৈরি হন! আমাদের ক্রু আপনাকে সাংঘাতিক সফরে নিয়ে যেতে তৈরি।' বালাজি টেলিফিল্মস ও অনিল কপূর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্ক প্রযোজিত, এই ছবির পরিচালনা করেছেন প্রতিভাবান পরিচালক রাজেশ এ কৃষ্ণণ।
View this post on Instagram
তিন নায়িকাকে একসঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে ২৯ মার্চ ২০২৪-এ। এর দুর্দান্ত কাস্টে রয়েছেন দিলজিৎ দোসানজ, কপিল শর্মা ও শাশ্বত চট্টোপাধ্যায়ও। যে বিমান সংস্থার কর্মী ওই তিন মহিলা, সেখানের চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে বাংলার তারকা অভিনেতা শাশ্বতকে। তবে তাঁর চরিত্র কোন ধরনের সেই আঁচ মেলেনি ট্রেলারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)