Tahira Kashyap Khurana : প্রথমবার একসঙ্গে সাক্ষী-দিব্যা-সায়ামি, পরিচালক তাহিরা কাশ্য়প খুরানা
খুব শীঘ্রই পরিচালকের আসনে বসতে চলেছেন তাহিরা কাশ্য়প খুরানা।
কলকাতা: ছবির নাম 'শর্মাজী কি বেটি'। আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্য়প খুরানার তৈরি এই ফিচার ফিল্ম মূলত শহুরে মহিলাদের জীবননির্ভর। এই ছবির মাধ্য়মের পরিচালনার জগতে পা রাখতে চলেছেন তাহিরা। ছবিতে তিনজন মহিলার জীবনের নানান টানাপোড়েন দেখানো হয়েছে। তিন মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন সাক্ষী তানোয়ার, দিব্যা দত্ত এবং সায়ামি খের।
এই গল্পে নারী জীবনের নানান পর্যায় উঠে এসেছে। এখানে একইসঙ্গে একজন মহিলার মাতৃত্ব দেখানো হবে, সে কিভাবে অংশীদার ও বন্ধু হয়ে উঠছে তাও দেখা যাবে। তবে শেষ পর্যন্ত নারীত্বই প্রাধান্য় পাবে এই সিনেমার গল্পে।
সাক্ষী তানোয়ার, দিব্যা দত্ত এবং সায়ামি খের তিনজনই বলিউডের অত্য়ন্ত পরিচিত মুখ। তাঁদের অভিনয় প্রতিভার কথা দর্শকের অজানা নয়। প্রত্য়েক্য়েই নিজ নিজ চরিত্রে নিজস্বতার ছাপ রাখেন। এই ছবিতেও তাদের অভিনয় নিয়ে দর্শকের মধ্য়ে প্রত্যাশা তৈরি হয়েছে।
এই ছবি সম্পর্কে বলতে গিয়ে প্রযোজক সংস্থার সিইও সমীর নায়ার বলেন, "শর্মাজি কি বেটি একটি অন্য়রকম কাহিনি যেখানে প্রতিটি চরিত্রের বুনন একে অপরের থেকে আলাদা। তাহিরা কাশ্যপ খুরানা একজন বিশিষ্ট সাহিত্যিক। তাঁর গল্পগুলি সবসময়ই পাঠকদের মনে বিশেষ জায়গা করে নেয়। আর দৃঢ় ধারণা এই ছবিও দর্শককে নিরাশ করবে না। সিনেপ্রেমীরা এই ছবির মাধ্য়মে নারী জীবনের বিশেষ কিছু গল্প দেখতে পাবেন। ”
ছবির শুটিং কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি। তবে দর্শকের মধ্য়ে ইতিমধ্য়েই ছবি নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। হেভিওয়েট এই অভিনেত্রীদের ঠিক কেমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পাশাপাশি তাহিরা কাশ্য়প পরিচালক হিসেবে কেমন রেজাল্ট করেন সেদিকেও তাকিয়ে আছে তাঁর ভক্তকূল।
প্রসঙ্গত এই আগেও বলিউডে বহু নারীকেন্দ্রিক ছবি তৈরি হয়েছে এবং দর্শকের প্রশংসাও অর্জন করে নিয়েছে। তবে এই ছবির ভাগ্য়ে কী আছে তা তো সময়ই বলবে।