Tamannaah-Vijay: বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল, হঠাৎ বিচ্ছেদের সিদ্ধান্ত বিজয়-তমন্নার?
Tamannaah Bhatia and Vijay Varma: তমন্না ও বিজয়ের প্রেমের সারল্যকে সবাই পছন্দ করতেন। হামেশাই তাঁদের দেখা যেন একসঙ্গে। কখনও ডিনার ডেট, কখনও আবার বিভিন্ন অনুষ্ঠান.. হাতে হাত রেখে উপস্থিত হতেন তাঁরা

কলকাতা: দীর্ঘ সম্পর্কের পরে অবশেষে কি সম্পর্কে ইতি টানলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় বর্মা (Vijoy Varma)? এই জুটি অনুরাগীদের মধ্যে ভীষণ জনপ্রিয় ছিলেন। তাঁদের প্রেমের শুরুটাও ছিল একেবারে স্বপ্নের মতোই। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যেত তাঁদের প্রেমের গল্প। কিন্তু সেই মিষ্টি সম্পর্কে কি ইতি টানলেন তমন্না ও বিজয়? জানা যাচ্ছে, মাত্র কেয়ক সপ্তাহ আগেই নাকি নিজেদের সম্পর্কে ইতি টেনেছেন তমন্না ও বিজয়। তবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা ভাল বন্ধু থাকবেন।
তমন্না ও বিজয়ের প্রেমের সারল্যকে সবাই পছন্দ করতেন। হামেশাই তাঁদের দেখা যেন একসঙ্গে। কখনও ডিনার ডেট, কখনও আবার বিভিন্ন অনুষ্ঠান.. হাতে হাত রেখে উপস্থিত হতেন তাঁরা। ডিনার ডেটে এও দেখা গিয়েছে যে বিজয়ের পোশাক পরে ক্যামেরার সামনে এসেছেন তমন্না। সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবিতে মজার মজার মন্তব্যও করতেন তাঁরা। ছবিশিকারীরাও চাইত তাঁদের একসঙ্গে ফ্রেমবন্দি করতে। তবে কী হল এখন? সদ্যই নাকি তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন বিচ্ছেদের। তবে সোশ্যাল মিডিয়ায় এখন জ্বলজ্বল করছে তাঁদের সমস্ত ছবি।
মুম্বইতে নাকি নিজেদের নতুন বাড়ির খোঁজ করছিলেন বিজয় ও তমন্না। শোনা যাচ্ছিল, বিয়ের পরে একসঙ্গে থাকবেন বলেই নাকি নতুন ঠিকানার খোঁজ করছেন তাঁরা। গত বছরের জুন মাসে বিয়ে নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি জানান, বিয়ে তাঁর মতে 'বড় দায়িত্ব' এবং এই সম্পর্কে তখনই প্রবেশ করা উচিত যখন সেই মানুষটি নিজে পুরোপুরি নিশ্চিতভাবে তৈরি হয়। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করে নিয়েছিলেন যে তিনি ১৮ বছর বয়সে কেরিয়ার শুরু করেছিলেন এবং ৩০ বছর পর্যন্ত বিয়ে করে দুই সন্তানের মা হওয়ার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু এখন ৩৩ বছর বয়সে দাঁড়িয়ে তাঁর জীবনের ধারা অন্য পথে বইছে। তিনি বলেন, 'যখন আমি ৩০ পূর্ণ করলাম, আমি বুঝলাম যে আমার সবে জন্ম হয়েছে, পূনর্জন্মের মতো, একদম সদ্যোজাতের মতো মনে হয়েছিল।'
View this post on Instagram
আরও পড়ুন: Soham-Idhika: জন্মদিনে নতুন ছবির ঘোষণা, নায়িকা ইধিকা! একসঙ্গে ৭টি লুকে ধরা দেবেন সোহম






















