Soham-Idhika: জন্মদিনে নতুন ছবির ঘোষণা, নায়িকা ইধিকা! একসঙ্গে ৭টি লুকে ধরা দেবেন সোহম
Soham Chakraborty and Idhika Paul: এই প্রথম ইধিকার সঙ্গে জুটি বাঁধছেন সোহম। আজ সোহমের জন্মদিন। আর সেই জন্মদিনের দিনই প্রকাশ্যে এল নতুন ছবি মুক্তির খবর

কলকাতা: এই প্রথমবার অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)-র সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। আসছে নতুন ছবি 'বহুরূপ'। এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'বহুরূপী' বক্সঅফিসে তোলপাড় ফেলেছিল। তবে এই ছবির প্রেক্ষাপট একেবারে আলাদা। বহুরূপী একজন অভিনেতার গল্প। আমরা সিনেমায় যে নায়ক নায়িকাকে দেখি, আমরা সেই চরিত্রগুলোর সঙ্গেই একাত্ম হয়ে যাই। তবে আমরা কখনও ভাবি না, কীভাবে নায়ক নায়িকারা সেই ছবির জন্য নিজেদের তৈরি করেন। ঠিক তেমনই একটা গল্প 'বহুরূপ'। পরিচালক আকাশ মালাকারের এটি দ্বিতীয় ছবি। থ্রিল ছাড়া, নানা রকম অনুভূতিতে ভরা থাকবে এই ছবি।
এই প্রথম ইধিকার সঙ্গে জুটি বাঁধছেন সোহম। আজ সোহমের জন্মদিন। আর সেই জন্মদিনের দিনই প্রকাশ্যে এল নতুন ছবি মুক্তির খবর। এই ছবিতে মোট ৭টি লুকে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। এর আগে বিভিন্ন লুকে, বিভিন্ন সিনেমায় ধরা দিয়েছেন সোহম। তবে এই সিনেমায় ৭টি লুকে দেখা যাবে অভিনেতাকে। এক সিনেমায় ৭টি লুক তৈরি করার জন্য সোহমের প্রস্থেটিক মেক আপ করা হবে। একেবারে মেনস্ট্রিম ঘরানার একটি ছবি এটি। দীর্ঘদিন ধরেই নাকি এই ছবিকে গুছিয়েছেন পরিচালক। অবশেষে এই সিনেমা তৈরি করার কাজ শুরু হয়েছে।
এস বি ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্টের এবং রুক্মিণী ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্টের এর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা এই ছবির। পরিচালকের কথায়, মানুষ একজন নায়ককে লার্জার দ্যান লাইফ হিসেবেই দেখতে চান। সেই কথা মাথায় রেখেই, তৈরি করা হচ্ছে এই ছবি। ছবির প্রোডিউসার চন্দন কান্তি সরকার এবং সুশান্ত বিশ্বাস জানিয়েছেন তারা ভীষণ মনোযোগ দিয়ে এই ছবিটি তৈরি করেছেন। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে 'বহুরূপ' ছাপ ফেলতে পারবে বলেই আশা নির্মাতাদের। আকাশ মালাকার এর লেখা গল্প , নীলাদ্রি গাঙ্গুলীর স্ক্রিপ্ট এ বহুরূপে মিউজিক এবং বি জি এম এর দায়িত্বে রয়েছে অর্পিতা অভিষেক। এই ছবিতে সোহম ও ইধিকা ছাড়াও রয়েছেন, কমলেশ্বর মুখোপাধ্যায় , লোকনাথ দে ও দেবলীনা দত্ত। এই ছবির অন্যতম আকর্ষণ সোহমের ৭টি লুক। এই ছবিতে একাধিক লুকে দেখা যাবে ইধিকাকেও।





















