Tanishaa Mukerji : ৪৩ এও অবিবাহিত তনুজা কন্যা তানিশা! পরিবারের মত কী?
একটি অনুষ্ঠানের সাক্ষাৎকারে তনিশা মুখোপাধ্যায় জানিয়েছেন যে, তাঁর বয়স এখন ৪৩ বছর। আর এই ৪৩ বছর বয়সে এসে তিনি এখনও অবিবাহিতা। তাঁর এই বিষয়টাকে কীভাবে নেন তাঁর পরিবারের মানুষেরা।
মুম্বই : নেপোটিজম থেকে শুরু করে কেরিয়ার, সম্প্রতি সমস্ত বিতর্ক নিয়েই মুখ খুলেছেন তনিশা মুখোপাধ্যায়। তাঁর আরও একটি পরিচয়, তিনি কিংবদন্তি অভিনেত্রী তনুজার মেয়ে। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজলের বোন এবং তাঁর তুতো বোনে রানি মুখোপাধ্যায়। পাশাপাশি তাঁর পরিবারের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে অজয় দেবগনের মতো অভিনেতার নামও।
তনিশা মুখোপাধ্যায়ের নামের পাশে বলিউডের এত সব তাবড় তাবড় নাম থাকার পরও অভিনয় জগতে ততটা পরিচিতি পাননি তিনি। নেপোটিজম, কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন অভিনেত্রী। সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানের সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তাঁর বয়স এখন ৪৩ বছর। আর এই ৪৩ বছর বয়সে এসেও তিনি এখনও অবিবাহিতা। এই বিষয়ে কী ভাবে তাঁর পরিবার? খোলসা করলেন তনিশা নিজেই।
সম্প্রতি তনিশা মুখোপাধ্যায় একটি অনুষ্ঠানে এসে বলেন, 'আমার পরিবার আক্ষরিক অর্থেই অসাধারণ। কারণ, এখানেই আমার জীবনটা সবচেয়ে ভালোভাবে কাটছে। আমাকে কখনওই বিয়ের জন্য পরিবারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়নি। আমি খুবই ভাগ্যবান যে, এমন একটা পরিবারে আমার জন্ম হয়েছে ও এখানেই আমি জীবনটা কাটাতে পারছি বলে।'
প্রসঙ্গত, তনিশা মুখোপাধ্যায়কে খুব শীঘ্রই 'লাইফ ইজ শর্ট' নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করতে দেখা যাবে। প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করা উচিত। কারণ, জীবনটা সত্যিই খুবই ছোট। এই কথা আমার মা আমাকে সবসময় বলেন। তিনি নিজেও এই ধারণায় বিশ্বাসী। শুধু আমার মা-ই নন। আমার ঠাকুমাও একই কথা বলতেন।'
কিছুদিন আগেই তনিশা মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে, তিনি তাঁর ডিম্বানু সংরক্ষণ করে রেখেছেন। প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'একটা সময়, যখন আমি ডাক্তারের কাছে যাই (যিনি আমার ডিম্বানু সংরক্ষণ করেছেন), তিনি আমাকে ডিম্বানু সংরক্ষণ করতে নিষেধ করেছিলেন। চিকিৎসক আমাকে পরামর্শ দিয়েছিলেন, যখন আমার আর সন্তান ধারণের কোনও আশা থাকবে না, তখন ডিম্বানু সংরক্ষণ করলে। কিন্তু ওটা আমার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।'
উল্লেখ্য, 'বিগ বস'-এর ঘরে বলিউডের আর এক অভিনেতা আরমান কোহলির সঙ্গে তনিশা মুখোপাধ্যায়ের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। পরে এমনও শোনা যায় যে, বিগ বসের ঘর থেকে বেরোনোর পর সেই সম্পর্ক ভেঙেও যায়।