Tanishk Bagchi: সুপারহিট 'সাঁইয়ারা', সঙ্গীত পরিচালক রয়ে গেলেন অন্ধকারেই! ক্ষোভ উগরে দিলেন তনিষ্ক বাগচী
Saiyaara: সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তনিষ্ক 'সাঁইয়ারা' সিনেমাটা নিয়ে কথা বলেছেন, আর সেখানেই তিনি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন

কলকাতা: মোহিত সুরি পরিচালিত সিনেমা সিনেমা 'সাঁইয়ারা'-র ঝড় এখন বক্সঅফিসে। ছবিটি মাত্র ১০ দিনে রেকর্ড আয় করেছে। অহন পান্ডে (Ahaan Panday) এবং অনীত পাড্ডা (Aneet Padda) অভিনীত এই ছবিটি বর্তমানে চর্চায় রয়েছে। অনেকেই বলছেন, এই সিনেমা বর্তমান সময়ে দেখা সেরা রোম্যান্টিক ছবি। একদিকে যেমন তার প্রভাব পড়েছে বক্সঅফিসে, তেমনই প্রশংসার বন্যায় ভাসছেন পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীরা। তবে এই আবহেই এই সিনেমা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ছবির সঙ্গীত পরিচালক ও গায়ক তনিষ্ক বাগচী (Tanishk Bagchi)। একাধিক বিষয়ে অভিযোগ তুলেছেন তিনি।
'সাঁইয়ারা' নিয়ে তনিষ্ক বাগচীর অসন্তোষ
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তনিষ্ক 'সাঁইয়ারা' সিনেমাটা নিয়ে কথা বলেছেন, আর সেখানেই তিনি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তনিষ্কের মতে, তিনি গান করুন বা কীর্তন, সবকিছুই একটা শিল্প। সঙ্গীতের প্রতি তাঁর আবেগ রয়েছে। তাই তিনি কঠোর পরিশ্রম করেন। কিন্তু তার পরেও তিনি তাঁর কাজের সেই স্বীকৃতি পাচ্ছেন না, যেটা পাওয়া উচিত।
View this post on Instagram
কী নিয়ে ক্ষোভ তনিষ্কের?
তনিষ্ক ওই সাক্ষাৎকারে বলেছেন, 'আমি ১৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। আমি অনেক হিট ছবি করেছি। শাহরুখ স্যারের সঙ্গে হোক বা আমির স্যারের সঙ্গে, কেউ ভাবে না যে, আমি এই গানটা কীভাবে তৈরি করেছি। তাঁরা শুধু অভিনেতা এবং পরিচালকদের প্রচার করেন। কারণ আমাদের মতো লোকেরা এত সামাজিক নয়। তাই আমরা আমাদের কাজের কথা বলি না।'
'পোস্টারেও নাম থাকে না', বিস্ফোরক তনিষ্ক
'সাঁইয়ারা'-র সঙ্গীত পরিচালক আরও বলেন, 'আমি গান বানাই, কিন্তু ঢাক পিটিয়ে বলি না যে, এটা আমি বানিয়েছি। কারণ আমার স্বভাবে সেটা নেই। আমরা অনেক পরিশ্রম করি। কিন্তু তার কোনও স্বীকৃতি পাওয়া যায় না। আমাদের কাজের প্রচার হলেও, সিনেমার পোস্টারেও আমাদের নাম থাকে না। অথচ আমরা সোশ্যাল মিডিয়ায় সিনেমা সংক্রান্ত পোস্ট শেয়ার করি, সিনেমাটার প্রচার করি।'
View this post on Instagram






















