Tanushree Dutta: হাউ-হাউ করে কান্না তনুশ্রীর ! ‘নিজের বাড়িতেই হেনস্থা...দেরি হওয়ার আগে…’ কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে ?
Tanushree Dutta Shocking Video: অভিনেত্রী তনুশ্রী দত্ত এই ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে পোস্ট করে তার ক্যাপশনে লেখেন ‘আমি এই হেনস্থায় ক্লান্ত, ক্লান্ত ! ২০১৮ সাল থেকে এটা চলছে।

Entertainment News: ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে নানা পটেকরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে ভারতে #MeToo আন্দোলনের প্রথম সূত্রপাত করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। আবারও ভয়ঙ্কর অভিযোগ এনেছেন তিনি। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে তাঁকে হাউহাউ করে কাঁদতে দেখা গিয়েছে এবং সেই ভিডিয়োতেই তিনি অভিযোগ করছেন যে নিজের বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছেন তিনি। কান্নায় ভেঙে পড়া অভিনেত্রীকে দেখে শিউরে উঠেছেন অনেকেই। আদপে কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে ? ভিডিয়োতে কী বলেছেন তিনি ?
‘আশিক বনায়া আপনে’ ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী তনুশ্রী দত্ত এই ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে পোস্ট করে তার ক্যাপশনে লেখেন ‘আমি এই হেনস্থায় ক্লান্ত, ক্লান্ত ! ২০১৮ সাল থেকে এটা চলছে। #meToo আজ অত্যন্ত বিরক্ত হয়ে আমি পুলিশকে ফোন করেছি। দয়া করে কেউ আমাকে সাহায্য করুন’।
ভাইরাল ভিডিয়োতে তনুশ্রী দত্তকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। ভিডিয়োতে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার নিজের বাড়িতেই আমি হেনস্থার শিকার হচ্ছি। আমি শুধু পুলিশকে ফোন করেছি। তারা আমাকে থানায় আসতে বলেছে সঠিক অভিযোগ জানাতে। আমি হয়ত আগামীকাল বা পরশুদিন থানায় যাব। আমি ভাল নেই। আমি ভাল নেই। আমাকে বিগিত ৪-৫ বছর ধরে এত হেনস্থা করা হয়েছে…’। এমনকী তিনি জানান যে এই প্রবল মানসিক চাপের কারণে তাঁর স্বাস্থ্যেরও অবনতি হয়েছে। তিনি বলেন, ‘আমি কোনও কাজ করতেই পারছি না। আমার পুরো ঘর অগোছালো হয়ে পড়ে আছে। আমার বাড়িতে পরিচারকও রাখতে পারি না কারণ আগে পরিচারকের সঙ্গে আমার খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছিল।’
তনুশ্রী দত্তের এই আবেগঘন পোস্ট সমাজমাধ্যমে ঝড় তুলেছে। এক অনুরাগী এই ভিডিয়োর কমেন্টে লেখেন, ‘সব ঠিক হয়ে যাবে ! চিন্তা করবেন না। নিজের উপরে বিশ্বাস রাখুন।’ আরেকটি ভিডিয়োতে স্পষ্ট করে তনুশ্রী বলেন যে ২০২০ সাল থেকেই প্রায় প্রতিদিনই তাঁর ছাদের উপরে এবং দরজার বাইরে বিকট শব্দ, খুব জোরে আঘাতের শব্দ হতে থাকে। বিল্ডিং ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করে করে আমি ক্লান্ত। কয়েক বছর ধরে আমি হাল ছেড়ে দিয়েছি’। আর এই সমস্যা তাঁর মানসিক চাপ বাড়িয়ে তুলেছে, তাঁর কথায়, ‘আমি হিন্দুমন্ত্র হেডফোনে শুনে নিজেকে শান্ত রাখি’।
Instagram-এ এই পোস্টটি দেখুন






















