Tejas Release Date: আগামী বছর মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি 'তেজস', ঘোষণা হল তারিখ
Tejas Release Date: নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিনেমার একটি ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, 'আপনাদের সামনে নিয়ে আসছি একজন মহিলার অনুপ্রেরণামূলক গল্প যিনি আকাশে শাসন করতে চেয়েছিলেন।
নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) আগামী ছবি 'তেজস' (Tejas)। ছবিতে অভিনেত্রীকে বায়ু সেনা বাহিনীর পাইলট তেজস গিলের (Tejas Gill) চরিত্রে দেখা যাবে। সম্প্রতি এই ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন অভিনেত্রী।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিনেমার একটি ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, 'আপনাদের সামনে নিয়ে আসছি একজন মহিলার অনুপ্রেরণামূলক গল্প যিনি আকাশে শাসন করতে চেয়েছিলেন। ইন্ডিয়ান এয়ার ফোর্সকে উৎসর্গ করে, 'তেজস' আপনাদের কাছের সিনেমা হলে আসছে আগামী দশেরায়, ৫ অক্টোবর ২০২২।'
View this post on Instagram
২০২২ সালের ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে 'তেজস'। সিনেমার পরিচালনার দায়িত্বে সর্বেশ মেওয়ারা। এই ছবি ভারতীয় বায়ু সেনার এক মহিলা পাইলটের গল্প বলবে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অংশুল চৌহান ও বরুণ মিত্রকে।
View this post on Instagram
'তেজস' ছাড়াও কঙ্গনা রানাউতের একাধিক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। 'ধাকড়', 'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা', 'এমারজেন্সি', 'দ্য ইনকারনেশন: সীতা' ছবিতে তাঁকে প্রধান চরিত্রে দেখা যাবে। এছাড়া নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত 'টিকু ওয়েডস শেরু' ছবির প্রযোজনাও সামলাচ্ছেন কঙ্গনা।