Gourab Roy Chowdhury: '...আস্তে আস্তে আমায় নীরবে শেষ করার প্ল্যান করছিল...', সোশ্যাল মিডিয়ায় কীসের ইঙ্গিত অভিনেতা গৌরব রায় চৌধুরীর?
Gourab Roy Chowdhury: '...নীরবে শেষ করার প্ল্যান করছিল...', অভিনেতা গৌরব রায় চৌধুরী সম্প্রতি নিজের সোশ্যাল সাইটে লম্বা পোস্ট করে এমনই লিখলেন। সদ্য টিউমর থেকে সেরে উঠেছেন অভিনেতা। কাকে বললেন এমন কথা?
কলকাতা: '...আস্তে আস্তে আমায় নীরবে শেষ করার প্ল্যান করছিল...', বাংলা ধারাবাহিকের বিখ্যাত মুখ গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury) সম্প্রতি নিজের সোশ্যাল সাইটে (Social Media Post) লম্বা পোস্ট করে এমনই লিখলেন। কার কথা বলছেন 'ত্রিনয়নী' খ্যাত অভিনেতা? কার ওপর এত রাগ তাঁর?
ঠিক সময়ে ধরা না পড়লে খুব ছোট্ট কোনও রোগ ভয়ঙ্করভাবে ওলট পালট করে দিতে পারে গোটা জীবন। গত দুই বছর ধরে অভিনেতা গৌরব রায় চৌধুরীর শরীরে বাসা বাঁধা টিউমর থেকে মুক্তি পেয়ে আপাতত স্বস্তিতে অভিনেতা। এই কঠিন শারীরিক ও মানসিক লড়াইয়ে তাঁকে যাঁরা সাহায্য করেছেন, খানিক সুস্থ হয়ে এবার সেই ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন অভিনেতা। 'গত ২ বছর ধরে অদ্ভুত টিউমর লুকিয়ে ছিল যেটা আস্তে আস্তে আমায় নীরবে শেষ করার প্ল্যান করছিল কিন্তু আপনি এবং আপনার টিম সবাই মিলে রুখে দাঁড়িয়ে সত্যিকারের হিরোদের মতো ঝুঁকিপূর্ণ সময় থেকে ভাল সময়ে আমায় ফিরিয়ে দিলেন।' ডাক্তার কৌশিক নন্দী যিনি তাঁকে সুস্থ করে তুলেছেন তাঁকে উদ্দেশ করেই লিখেছেন অভিনেতা। তিনি আরও লিখেছেন, 'জানি আমার মতো লক্ষ কোটি হাজার হাজার মানুষদের এইভাবেই জীবনদান করেন রোজ। আমি বরাবরই মার্ভেল ও ডিসি কমিকের ফ্যান কিন্তু বাস্তবে ডাক্তারদের ইউনিভার্সকেই বেশি বিশ্বাস করি আমার জন্মলগ্ন থেকে।'
View this post on Instagram
আরও পড়ুন: Madhumita Sarcar Video: সোশ্যাল মিডিয়ায় কোন 'ভুল কাজের' কথা মেনে নিলেন অভিনেত্রী মধুমিতা সরকার?
খোলাচিঠিতেই গৌরব জানান কিছুদিনের বিশ্রামের পর ফের 'রিল' দুনিয়া অর্থাৎ কাজে ফেরার পালা। তবে পোস্টের শেষে এসেও বারবার তিনি ডাক্তার কৌশিক নন্দী ও তাঁর গোটা টিমকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি দর্শকদের উদ্দেশে জানান আর এক মাসের মধ্যেই নতুনভাবে দেখা হচ্ছে। ততদিন কবিতা ও পুরনো কিছু ছবি সঙ্গী করেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার চেষ্টা করবেন অভিনেতা। সবশেষে গৌরবের বার্তা, 'কিছু খারাপ শেষ হয়...কিছু ভাল শুরুর জন্য।'