Madhumita Sarcar Video: সোশ্যাল মিডিয়ায় কোন 'ভুল কাজের' কথা মেনে নিলেন অভিনেত্রী মধুমিতা সরকার?
Madhumita Sarcar Video: হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। সেখানে তিনি বলছেন, 'একটা ভুল কাজ করছি...'। কী এমন ভুল কাজ করলেন নায়িকা যা ভিডিও করে বলছেন?
কলকাতা: বাংলা টেলিভিশন বা টলিপাড়ার অন্যতম বিখ্যাত নাম, মধুমিতা সরকার। ছোট পর্দায় 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিক দিয়ে পা রাখলেও ইতিমধ্যেই 'লাভ আজ কাল পরশু' বা 'চিনি' ছবিতে অভিনয় মন কেড়েছে সকলের। কিন্তু এমন সময়ে হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। সেখানে তিনি বলছেন, 'একটা ভুল কাজ করছি...'। কী এমন ভুল কাজ করলেন নায়িকা যা ভিডিও করে বলছেন?
আসলে শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে যে ভিডিওটি মধুমিতা পোস্ট করেন তাতে দেখা যাচ্ছে তিনি নিজে গাড়ি চালাচ্ছেন এবং সেই অবস্থায় মোবাইল ক্যামেরা অন করে ভিডিও করছেন। কিন্তু ড্রাইভিং করতে করতে ভিডিও করা কি ঠিক? তাই আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়ে নায়িকা বলছেন, 'আমি এখন গাড়ি চালাচ্ছি এবং খুব একটা ভুল কাজ করছি, সেটা হচ্ছে যে আমি গাড়ি চালাতে চালাতে শ্যুট করছি।' সঙ্গে তিনি অনুরাগীদের অভয় দিয়েছেন। তিনি জানিয়েছেন, 'আমি এটুকু বলতে চাই যে আমি খুব সেফলি গাড়ি চালাচ্ছি আর রাস্তাঘাট ফাঁকা বলেই ক্যামেরাটা বের করলাম।' নিজের দোষ মেনে নিয়েছেন নায়িকা একই সঙ্গে ভিডিওয় সতর্কবার্তাও দিয়েছেন, কেউ যাতে এমন কাজ না করে। ভিডিওর ক্যাপশনেও লিখেছেন, 'ডু নট টেক ড্রাইভিং ফর গ্রান্টেড।'
View this post on Instagram
মধুমিতা সরকারের অনুরাগীরা জানেন যে অভিনেত্রী ঘুরতে খুবই ভালবাসেন। বিভিন্ন জায়গায় তাঁর সোলো ট্র্যাভেলের ছবি এর আগে অনেক দেখা গেছে। তিনি যে জায়গা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন সেখানকার মনোরম দৃশ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই ক্যামেরা বের করেছেন তিনি, এমনটাই ভিডিওয় জানিয়েছেন মধুমিতা। ফাঁকা রাস্তায় সবুজ প্রকৃতি আর বৃষ্টি উপভোগ করতে করতে এগিয়ে চলেছেন নায়িকা।
সম্প্রতি দীর্ঘ পাঁচ বছর পর ফের পর্দায় একসঙ্গে দেখা যায় মধুমিতা ও যশ দাশগুপ্তকে, তাঁদের মিউজিক ভিডিও 'ও মন রে'-তে যা বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে।