The Kapil Sharma Show: কবে থেকে শুরু হবে 'দ্য কপিল শর্মা শো' নতুন সিজন? মজার ভিডিও পোস্ট করে তারিখ ঘোষণা নির্মাতাদের
আজ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মজাদার একটি ভিডিও পোস্ট করে 'দ্য কপিল শর্মা শো' শুরুর তারিখ জানালো সম্প্রচারিত চ্যানেল।
মুম্বই: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, টেলিভিশনের জনপ্রিয় শো 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) নতুন সিজন শীঘ্রই শুরু হবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়। আজ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মজাদার একটি ভিডিও পোস্ট করে 'দ্য কপিল শর্মা শো' শুরুর তারিখ জানালো সম্প্রচারিত চ্যানেল। যে প্রোমো পোস্ট করা হয়েছে, তাতে কপিল শর্মার (Kapil Sharma) সঙ্গে একাধিক নতুন মুখকে দেখা যাচ্ছে।
'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজন শুরুর তারিখ ঘোষণা-
এদিন সম্প্রচারিত চ্যানেল নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজন শুরুর জন্য একটি প্রোমো পোস্ট করেছে। টেলিভিশনের জনপ্রিয় এই শোয়ের টিজার ট্রেলার পোস্ট করে জানানো হয়েছে যে, কবে থেকে তা সম্প্রচারিত হবে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাসপাতালে বিছানায় শুয়ে রয়েছেন কপিল শর্মা। তাঁর মাথায় ব্যান্ডেজ বাঁধা। আশেপাশে দেখা যাচ্ছে সুমনা চক্রবর্তী এবং আরও বেশ কয়েকজনকে। প্রোমোতে দেখানো হচ্ছে, কোমা থেকে ফেরার পর স্ত্রী সুমনাকে চিনতেই পারছেন না কপিল। পরিবর্তে সৃষ্টি রোডকে 'ডার্লিং' বলে ডাকছেন। এরপরই দেখা মেলে অর্চনা পূরণ সিংহের। প্রোমো দেখেই বোঝা যাচ্ছে, 'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজন আরও জমজমাট হতে চলেছে।
কপিল শর্মার সঙ্গে এই শোয়ের নতুন সিজনে দেখা মিলবে কিকু সারদা, চন্দন প্রভাকর, সুমনা চক্রবর্তী এবং অর্চনা পূরণ সিংহের। এছাড়াও 'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজনে নতুন মুখ হিসেবে দেখা যেতে চলেছে সৃষ্টি রোড, গৌরব দুবে, ইশতিয়াক খান, সিদ্ধার্থ সাগর, শ্রীকান্ত জি মাস্কির। জানা যাচ্ছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে শনিবার ও রবিবার রাত সাড়ে ৯টায় সম্প্রচারিত হবে এই শো।
আরও পড়ুন - Rahul-Athiya Wedding: কবে বিয়ে রাহুল-আথিয়ার? জানিয়ে দিলেন সুনীল শেট্টি
প্রসঙ্গত, সদ্যই ক্রুষ্ণা অভিষেক জানিয়েছেন যে, 'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজনে তিনি থাকছেন না। 'দ্য কপিল শর্মা শো'-এর এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, 'এবার 'দ্য কপিল শর্মা শো' একেবারে ভিন্ন রূপে আসছে। অনেক নতুন শিল্পীরা যুক্ত হবেন এখানে। আসন্ন সিজনে আর দেখা যাবে না ক্রুষ্ণা অভিষেককে। সম্প্রচারিত চ্যানেল খুব শীঘ্রই অফিশিয়ালি ঘোষণা করবেন যে কবে থেকে দেখা যাবে।' সূত্রের এই খবরে শিলমোহর দিয়ে ক্রুষ্ণা অভিষেক বলেন, 'করছি না 'দ্য কপিল শর্মা শো'। এগ্রিমেন্ট ইস্যুর কারণে এই সিদ্ধান্ত।' সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বেতন সংক্রান্ত সমস্যার জন্যই শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রুষ্ণা অভিষেক। অন্য একটি সূত্রে বলা হচ্ছে, 'নির্মাতা এবং ক্রুষ্ণা অভিষেক দুপক্ষই তাঁদের সেরা চেষ্টা চালিয়েছে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলার। কিন্তু এই ঘটনার অন্যতম বড় কারণ হল পারিশ্রমিক সমস্যা। আশা করা যাচ্ছে, 'দ্য কপিল শর্মা শো'-এর নির্মাতাদের সঙ্গে ক্রুষ্ণা অভিষেকের এই সমস্যা শীঘ্রই মিটে যাবে। আর তিনি দ্রুত শোয়ে ফিরে আসবেন। এখনও আমরা আশা ছাড়ছি না।' এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি কপিল শর্মা (Kapil Sharma)।