এক্সপ্লোর
Advertisement
এই পাক অভিনেত্রীকে প্রিয়ঙ্কা চোপড়ার বডি ডাবল হিসেবে কাজ করতে বলা হয়েছিল!
নয়াদিল্লি: তাঁর সঙ্গে বলিউড ডিভা প্রিয়ঙ্কার চোপড়ার অহরহ তুলনা হয়।এমনটাই দাবি করলেন পাকিস্তান মডেল তথা অভিনেত্রী ঝালায় সারহদি। এক সাক্ষাত্কারে মজার ছলে এ কথা বলেছেন সারহদি।
সারহদি বলেছেন, যে বছর পাকিস্তানে ভারতীয় চ্যানেল নিষিদ্ধ হয়ে যায় এবং প্রিয়ঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড হন, সে বছরই তিনি কাজ শুরু করেন। ওই সময় তিনি একটি শো-এর সঞ্চালক ছিলেন। তখন সবাই ভাবতেন যে, বোধহয় প্রিয়ঙ্কা চোপড়াই বোধহয় সঞ্চালকের ভূমিকায় রয়েছেন। সারহদি বলেছেন, তখন থেকেই তাঁকে প্রিয়ঙ্কা চোপড়া হিসেবে ভাবা হচ্ছে।
সারহদির দাবি, এখন প্রিয়ঙ্কা চোপড়াও তাঁর সম্পর্কে জানেন।
সারহদি প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর তুলনা নিয়ে একটি অস্বস্তিকর ঘটনার কথাও জানিয়েছেন। এক ভারতীয় অভিনেতা (যাঁর সঙ্গে সারহদি অভিনয় করেছেন) সারহদির ছবি তাঁর বন্ধু ও এজেন্টদের কাছে পাঠিয়েছিলেন। এরপরই ভারতের কোনও একজন তাঁকে প্রিয়ঙ্কার বডি ডাবল হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি সারহদির।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement