এক্সপ্লোর
Advertisement
শাহরুখের ছেলে আব্রামের জন্মদিনের পার্টিতে হাতে ট্যাটু আঁকল তৈমুর আলি খান
আর সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তথা বলিউডের তারকা দম্পতি সইফ ও করিনার ২ বছরের ছেলে তৈমুর আলি খানের। অনেক তারকা-সন্তান আব্রামের জন্মদিনের পার্টিতে যোগ দিলেও সবার নজর কেড়ে নেয় তৈমুর। পার্টিতে তার হাতে একটি অস্থায়ী ট্যাটু আঁকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
মুম্বই: শাহরুখের ছোট ছেলে আব্রাম ৬ বছরে পা দিল। ছেলের জন্মদিন ধূমধাম সহকারে পালন করলেন শাহরুখ খান ও তাঁর পরিবার।
ছোট্ট আব্রামের জন্য অ্যাভেঞ্জার্স থিমড বার্থডে পার্টির আয়োজন করেছিল খান পরিবার। কেক থেকে শুরু করে সাজসজ্জা, সমগ্র পার্টিই জিডাইন করা হয়েছিল বিস্ময়কর সুপারহিরোদের নিয়ে। ওই জন্মদিনের পার্টির ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।
এরইমধ্যে পার্টির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আর সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তথা বলিউডের তারকা দম্পতি সইফ ও করিনার ২ বছরের ছেলে তৈমুর আলি খানের। অনেক তারকা-সন্তান আব্রামের জন্মদিনের পার্টিতে যোগ দিলেও সবার নজর কেড়ে নেয় তৈমুর। পার্টিতে তার হাতে একটি অস্থায়ী ট্যাটু আঁকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ছবিতে তৈমুরকে গোলাপি জামা ও নীল জিন্স পরে ট্যাটু কাউন্টারে বসে থাকতে দেখা গিয়েছে।
আব্রামের জন্মদিনের পার্টিতে তৈমুর, আরাধ্যা বচ্চন, করণ জোহরের যমজ যশ ও রুহির মতো তারকা-সন্তানরা যোগ দিয়েছিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement