এক্সপ্লোর
Advertisement
এবার দর্জির ভূমিকায় সোনু, ‘নতুন চাকরি’-র জন্য অভিনন্দন নেটিজেনদের
২০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন দাবাং-এর অভিনেতা। যেখানে তিনি বলেন, সেলাই মেশিনে বসে কাপড় সেলাই করছেন তিনি। ক্যাপশনে লেখা সোনু সুদের দর্জির দোকান। নিজেই নিজেকে ট্রোল করে তিনি বলেন, বিনামূল্যে সেলাই করা হচ্ছে। যদিও জিনিসের মান নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া যাবে না।
মুম্বই: নিজের কাজের মধ্যে দিয়ে বারবার নেটিজেনদের মুগ্ধ করেছেন তিনি। এবার দর্জির কাজ শুরু করলেন পর্দার খলনায়ক। তবে নিজের কাজ নিয়ে কোনও নিশ্চয়তা দিতে নারাজ সোনু সুদ।
২০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন দাবাং-এর অভিনেতা। যেখানে তিনি বলেন, সেলাই মেশিনে বসে কাপড় সেলাই করছেন তিনি। ক্যাপশনে লেখা সোনু সুদের দর্জির দোকান। নিজেই নিজেকে ট্রোল করে তিনি বলেন, বিনামূল্যে সেলাই করা হচ্ছে। যদিও জিনিসের মান নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া যাবে না। সোনুর এই ভিডিও দেখে অভিভূত নেটিজেনরা। অনেকেই সোনুকে তাঁর ‘নতুন চাকরি’-র জন্য অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। দেশ এবং দেশের বাইরে আটকে পড়া বহু মানুষকে তিনি নিজের খরচে এবং নিজের উদ্যোগে বাড়ি ফিরিয়েছিলেন তিনি। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার এখনও নিরসন হয়নি। সোনু এখনও নানা সামাজিক কাজ করে চলেছেন। লেখাপড়ার সুযোগ করে দিয়ে পড়ুয়াদের স্বপ্ন গড়ে দিচ্ছেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থার জন্য জুহুতে নিজের হোটেল দিয়েছেন তিনি। পাশাপাশি দুস্থদের জন্য খাবারের বন্দোবস্ত করেছেন। সীমান্তে চলা কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তিনি। এবার সোনু সুদকে দেখা যাবে সিনেমায়। যে ছবির নাম কিষাণ। মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement