এক্সপ্লোর
Advertisement
‘মুকাবলা’ গানের তালে নাচের এই ভিডিও ভাইরাল, শেষ ফ্রেমের ধাঁধায় মজেছেন দর্শকরা
‘মুকাবলা’ গানে প্রভুদেবার নাচ একটা সময় দর্শকদের মুগ্ধ করেছিল। এবার ওই গানের তালে নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছে। ‘মুকাবলা’ গানের তালে চার তরুণের যৌথ ডান্সের ওই ভিডিও দ্রুতগতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
নয়াদিল্লি: ‘মুকাবলা’ গানে প্রভুদেবার নাচ একটা সময় দর্শকদের মুগ্ধ করেছিল। এবার ওই গানের তালে নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছে। ‘মুকাবলা’ গানের তালে চার তরুণের যৌথ ডান্সের ওই ভিডিও দ্রুতগতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ট্যুইটারে ভিডিও সামনে আসার পর থেকেই নেটিজেনরা প্রচুর শেয়ার করেছেন ওই ভিডিও। তা এমনই জনপ্রিয়তা পেয়েছে যে, ইতিমধ্যেই কয়েক লক্ষ ভিউ হয়েছে। ভিডিওতে প্রচুর লাইক পড়েছে, দেদার রিট্যুইটও হয়েছে। ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, শেষ ফ্রেমটি বারবার দেখতে ইচ্ছে করবে।
গানের কোরিওগ্রাফি ও যে স্টান্ট পরিবেশন করা হয়েছে, তা দর্শকদের নজর কেড়েছে। একইসঙ্গে ভিডিও দেখে অনেকেই ধাঁধায় পড়েছেন। ভিডিও-র শেষ ফ্রেমে এক ডান্সারের মুখ সম্পূর্ণ বিপরীত দিকে দেখা গিয়েছে, আর এই দৃশ্যই সবাইকে আকর্ষিত করেছে। ভিডিও দেখে দর্শকরা প্রশংসা করেছেন। সেইসঙ্গে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা। এক ইউজার বলেছেন, ভারতে প্রতিভার কোনও খামতি নেই।I bet u will watch it again and again after watching the last frame! pic.twitter.com/53jCcUA8pH
— Prabhasini (@cinnabar_dust) February 16, 2020
ভিডিও-র শেষ ফ্রেম সম্পর্কে এক ইউজারের প্রশ্ন, ওই ডান্সারকে মাস্ক পরেছেন।There is no dearth of talent in India
— Tapan ???????? (@TapanP1957) February 17, 2020
অন্য একজন বলেছেন, অনন্ত ১৫ বার ভিডিওটি দেখেছি। কিন্তু বুঝতে পারছি না, মাথাটা কার।Does he put a mask behind his head ?
— MUNI (@vishwa_prakaash) February 17, 2020
Watched more than 15times. Still not able to get it?? Whose head is that
— Dr. Hareesh Hosmane (@hareeshhosmane9) February 16, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement