Tiger 3 On ODI World Cup 2023: বিশ্বকাপ ফাইনালের দিনে 'ধসের মুখে' সলমনের টাইগার ৩ !
Tiger 3 Box Office Collection: বিশ্বকাপ ফাইনাল শেষ অবধি টাইগার ৩ -কে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাল ? বক্সঅফিসের ব্যবসায় এল কতটা হেরফের ?
মুম্বই: দীপাবলিতে গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছিল টাইগার ৩। তার ঠিক পরের রবিবারই ছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। অর্থাৎ গতকাল ছিল রবিবার। সারা দেশে মেতেছিল মূলত ভারত ও অস্ট্রেলিয়ার খেলা নিয়েই। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা ফাইনাল দেখার জন্য ভিড় জমিয়েছিল স্টেডিয়ামেই। আর গত পরশু, অর্থাৎ শনিবার এই আশঙ্কাতেই টাইগার ৩ এর মঞ্চ থেকে সলমান বলেছিলেন, 'ভারত জিতবে। আর তারপর আপনারা সবাই থিয়েটারে ফিরে আসবেন।' এদিকে শেষ রক্ষা হয়নি। জয়ী হতে পারেনি ভারত। কিন্তু দেখতে দেখতে সোমবার। বলাইবাহুল্য যেহেতু গতকাল ছিল ছুটির দিন। স্বাভাবিকভাবেই এইদিনগুলিতে অপেক্ষাকৃত প্রেক্ষাগৃহগুলিতে ভিড়ে ঠাসা থাকে। আয়ের সম্ভাবনাও বেশি থাকে। কিন্তু বিশ্বকাপ ফাইনাল শেষ অবধি টাইগার ৩ -কে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাল ? বক্সঅফিসের ব্যবসায় এল কতটা হেরফের ? এনিয়ে মুখ খুলেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ স্পষ্ট জানিয়েছেন, রবিবার ব্যবসার একটা বড় অংশ হারিয়ে বড়সড় ক্ষতির মুখে টাইগার ৩। গত শুক্রবার ১৩ কোটি, শনিবার ১৮.২৫ কোটি আয় করেছে টাইগার ৩। এবং রবিবার সেই আয় নেমে গিয়ে দাঁড়িয়েছে ১০.৩৫ কোটি টাকায়। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই ২২৪.৫০ কোটি টাকা ঘরে তুলেছে সলমন খানের টাইগার ৩। যদিও ব্যবসার গ্রাফ যে নামতে পারে, আশঙ্কাটা আগেই করা হয়েছিল। আর সেই আশঙ্কাই সত্যি হল এবার।
#Tiger3 lost out on a major chunk of biz due to #INDvsAUS match… The biz, post noon, got massively dented for this reason… [Week 2] Fri 13 cr, Sat 18.25 cr, Sun 10.25 cr. Total: ₹ 224.50 cr. #India biz. #Hindi version. #Boxoffice#Tiger3 [#Tamil + #Telugu; Week 2] Fri 25… pic.twitter.com/HOKtmcx7eu
— taran adarsh (@taran_adarsh) November 20, 2023
আরও পড়ুন, টিমইন্ডিয়াকে নিয়ে সোশ্যাল পোস্ট অমিতাভ-র, মন খুললেন বিগ বি
টাইগার ৩' হল YRF স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। সলমান এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও, অ্যাকশন প্যাকড মুভিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। ছবিতে ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃতিক রোশন।'টাইগার ৩' হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।ছবি মুক্তির আগে টাইগার ৩ ছবি নিয়ে ট্যুইট করেছিলেন সলমন খান। তিনি বলেন,' আমরা অনেক আবেগের সঙ্গে টাইগার ৩ ছবিটি তৈরি করেছি।..আপনার জন্য আমাদের পক্ষ থেকে নিখুঁত দীপাবলি উপহার।' প্রসঙ্গত, সলমন এবং ক্যাটরিনা কাইফের কেমিস্ট্রি বরাবরের জন্য বক্সঅফিসে হিট নিয়ে আসে। আগেও এর নির্দশন পাওয়া গিয়েছে। আর সেই প্রভাবই ফের আরও একবার পড়ল সলমন খানের টাইগার ৩ ছবিতে।