Tiger Shroff Injury: 'গণপত'-এর শ্যুটিংয়ে চোখে চোট, এ কী অবস্থা টাইগার শ্রফের!
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন 'ওয়ার' অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff)। 'গণপত' (Ganpath) ছবির শ্যুটিংয়ের সেট থেকেই ছবি পোস্ট করেন অভিনেতা।
মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'গণপত'-এর (Ganpath) শ্যুটিং নিয়ে। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর ছবি। তার জন্য জোরকদমে শ্যুটিং চলছে ইংল্যান্ডে। আর সেখানেই শ্যুটিং চলাকালীন চোট পেলেন চোখে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি শেয়ার করলেন অভিনেতা। টাইগার শ্রফের চোখের অবস্থা দেখে চক্ষু চড়কগাছ অনুরাগীদের।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন 'ওয়ার' অভিনেতা টাইগার শ্রফ। 'গণপত' ছবির শ্যুটিংয়ের সেট থেকেই ছবি পোস্ট করেন অভিনেতা। তাঁকে সবুজ টি শার্টের উপর কালো জ্যাকেটে দেখা যাচ্ছে ছবিতে। এছাড়াও ছবিতে অনুরাগীদের চোখ আটকে গিয়েছে টাইগার শ্রফের চোখে। চোট লেগে ফুলে গিয়েছে অভিনেতার চোখ। সঙ্গে কালশিটেও পড়েছে। টাইগার শ্রফের এমন ছবি দেখে উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁরা কমেন্টে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।
আরও পড়ুন - Sara Ali Khan: ধনুশের সামনেই দক্ষিণের ৫জন পরিচালকের নাম বলতে পারলেন না সারা, তারপর?
অনুরাগীদের অজানা নয়, ছবির শ্যুটিংয়ে নিজেই যেকোনও স্টান্টের দৃশ্যে অভিনয় করেন টাইগার শ্রফ। এছাড়াও তাঁর ডান্স স্টাইলেও থাকে অভিনবত্ব। কোন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে চোখে এমন চোট আঘাত পেলেন, তা অবশ্য অভিনেতা তাঁর পোস্টে জানাননি। সম্প্রতি কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছিলেন টাইগার। যেখানে তাঁকে হৃত্বিক রোশন, করিনা কপূর খানের জনপ্রিয় গান 'ইউ আর মাই সোনিয়া' গানে পারফর্ম করতে দেখা যায়। ভিডিওটি মূলত বলিউডের অন্যতম হিট ছবি 'কভি খুশি কভি গম'-এর ২০ বছর পূর্তি উপলক্ষে বানিয়েছিলেন। হৃত্বিক রোশনের ডান্স স্টাইলের সঙ্গে টাইগার নিজেও পারফর্ম করতে পছন্দ করেন। তাই অভিনেতার সেই ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা।
প্রসঙ্গত, পরিচালক বিকাশ বহেলের আগামী ছবি 'গণপত'-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত টাইগার শ্রফ। অ্যাকশন থ্রিলার এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কৃতীয় শ্যানন। 'হিরোপন্থী'র পর ফের কৃতীর সঙ্গে এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা।