দেশজুড়ে মার্শাল আর্টস অ্যাকাডেমি খুলতে চলেছেন টাইগার
মুম্বই: পর্দায় ‘অ্যাকশন’ করার পর এবার পর্দার বাইরে সেই ‘অ্যাকশন’-কে প্রসার ঘটানোর জন্য উদ্যোগী হলেন তরুণ বলিউড অভিনেতা টাইগার শ্রফ।
খবরে প্রকাশ, অভিনয়ের পাশাপাশি এবার মুম্বই সহ দেশের বিভিন্ন প্রান্তে মার্শাল আর্টস অ্যাকাডেমি খোলার ইচ্ছাপ্রকাশ করেছেন টাইগার। তিনি আশাবাদী, আগামী অগস্টেই প্রথম অ্যাকাডেমি শুরু হয়ে যাবে।
অভিনেতা বলেন, আমি বেশ কয়েকটি মার্শাল আর্টস অ্যাকাডেমি খুলতে চলেছি। প্রথমটি হবে মুম্বইতে। এরপর ধীরে ধীরে পুণে এবং উত্তর ভারতে খুলব।
টাইগার জানান, তাঁর অ্যাকাডেমিতে সকলেই প্রশিক্ষণের সুযোগ পাবেন। তিনি যোগ করেন, এটা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। অবশেষে যা বাস্তব রূপ পেতে চলেছে।
অভিনেতা জানান, মার্শাল আর্টসের দৌলতে অভিনয়ের ক্ষেত্রে তিনি প্রভূত উপকৃত হয়েছেন। সেটাই তিনি অন্যদের মধ্যে ভাগ করে দিতে চান। তাঁর মতে, এখনকার যুব সম্প্রদায়ের মধ্যে শারীরিক কসরত করার বিষয়টি হ্রাস পাচ্ছে। তাঁরা মোবাইল ফোনের মধ্যেই ডুবে থাকেন। টাইগার চান, তাঁদের সেখান থেকে বের করে জীবনের প্রতি আকৃষ্ট করতে।