Tollygunge Studio: সিনেমার পাশাপাশি বন্ধ সিরিয়ালের শ্যুটিং, সপ্তাহের শুরুতে টালিগঞ্জের একের পর এক স্টুডিও ফাঁকা
Cinema, Serial Shooting Boycott: প্রযোজকদের সংগঠনের তরফে জানান হয়েছে, 'আমরা প্রতি মুহূর্তে চাপিয়ে দেওয়া অনৈতিক নিয়মের ঘেরাটোপে আটকে যাচ্ছি।'
অরিত্রিক ভট্টাচার্য এবং পার্থপ্রতিম রায়, কলকাতা: পরিচালক রাহুলকে 'বয়কট' টেকনিশিয়ানদের, পাল্টা পরিচালকদের কর্মবিরতির ডাক। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের।
এদিকে, টেকনিশিয়ান-পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা। সকাল থেকে টালিগঞ্জের একের পর এক স্টুডিও ফাঁকা। সিনেমার পাশাপাশি বন্ধ সিরিয়ালের শ্যুটিংও। টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিও, কুদঘাটের এনটিওয়ান স্টুডিও, রিজেন্ট পার্কের দাসানি স্টুডিওতে হচ্ছে না শ্যুটিং। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের, পাশে দাঁড়িয়েছেন প্রযোজকরাও।
প্রযোজকদের সংগঠনের তরফে জানান হয়েছে, 'আমরা প্রতি মুহূর্তে চাপিয়ে দেওয়া অনৈতিক নিয়মের ঘেরাটোপে আটকে যাচ্ছি। সব বিষয়েই আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। প্রতিটি বিষয়ে স্বাধীনতার ওপর আঘাত আসছে, এবার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। যতক্ষণ সৃজনশীল নিয়ন্ত্রণের বিষয়টির সমাধান হচ্ছে, ততক্ষণ প্রযোজনা গুলির শ্যুটিং বন্ধ থাকবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির সৃজনশীল স্বাধীনতা রক্ষার লড়াই।'
এদিকে কড়া বার্তা দিয়েছেন পরিচালকরাও। তাঁদের তরফে জানান হয়েছে, 'টেকনিশিয়ানদের অসহযোগিতা প্রত্যেক পরিচালকের জন্য অসম্মানজনক। ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক' ।
অপর্ণা সেন, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরীদের স্বাক্ষরিত লিখিত বিবৃতি জমা দেওয়া হয়েছে। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, বীরসা দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তীদেরও স্বাক্ষরিত বিবৃতি রয়েছে সেখানে।
আরও পড়ুন, রাহুল বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিল আর্টিস্ট ফোরাম, কাটবে কি জট?
অন্যদিকে, স্টুডিওপাড়ায় অচলাবস্থার মধ্যেই বিকেলে বৈঠকে বসতে চলেছেন টেকনিসিয়ানরা। ফেডারেশনের বিবৃতিতে সই করে জানাতে হবে, কারা পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চান না। এই পরিস্থিতিতে সব পক্ষের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে আর্টিস্ট ফোরাম। ফিল্ম, টেলিভিসন, OTT মাধ্যমের সমস্ত শিল্পী, কলাকুশলীদের স্বার্থে অচলাবস্থার অবসান হওয়া জরুরি বলে বিবৃতিতে বলা হয়েছে। টেকনিসিয়ান-পরিচালক-প্রযোজকদের দ্বন্দ্ব মেটাতে প্রয়োজনে মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছে আর্টিস্ট ফোরাম।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে