Tollywood Update: অপরাজিতার জায়গায় ঋতাভরী! বদলে যাচ্ছে 'ফাটাফাটি'-র নায়িকা?
ফাটাফাটি'-র শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরেই। কিন্তু শোনা যাচ্ছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিতে বদলে যাচ্ছে দুই প্রধান মুখই!
কলকাতা: 'ফাটাফাটি..এক প্লাস সাইজ মডেলের গল্প', (Fatafati) এই ট্যাগলাইনেই নতুন ছবি করার কথা ঘোষণা হয়েছিল। কথা ছিল ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা আঢ্য(Aparajita Adhya) । তাঁর বিপরীতে দেখা যাওয়ার কথা ছিল অম্বরীশ ভট্টাচার্য্যকে (Ambarish Bhattacharyya)। এরপর করোনার কোপে প্রায় ২ বছর পিছিয়ে যায় ছবির কাজ। 'ফাটাফাটি'-র শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরেই। কিন্তু শোনা যাচ্ছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত এই ছবিতে বদলে যাচ্ছে দুই প্রধান মুখই!
টলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, 'ফাটাফাটি' ছবির জন্য সময় দিতে পারেননি অম্বরীশ। শোনা যাচ্ছে, এরপর এই ছবিতে অপরাজিতার বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। কিন্তু রাজি হননি তিনি। কেউ কেউ বলছেন, নারীকেন্দ্রিক ছবি হওয়ার কারণেই নাকি এই ছবিতে কাজ করতে রাজি হননি 'বুম্বাদা'। এরপরেই ছবির নায়ক-নায়িকা বদলে ফেলার সিদ্ধান্ত নেয় পরিচালক জুটি।
শোনা যাচ্ছে, অপরাজিতার বদলে এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ইন্ডাস্ট্রি সূত্রে এও খবর যে, তাঁর বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। চলতি বছরের শুরুতেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। যদিও এই নায়িকাবদল নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক জুটি, সকলেই।
রুক্মিণীর পর করোনা পজিটিভ দেবও, বাড়িতেই আইসোলেশনে অভিনেতা
আপাতত 'হামি ২' ছবির কাজ নিয়ে ব্যস্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে গৃহবন্দি রয়েছেন ঋতাভরী চক্রবর্তীর মা ও দিদি। সদ্য ছুটি কাটিয়ে ফিরেই মা ও দিদির অসুস্থতার খবর পান ঋতাভরী। আর হিন্দি ওয়েবসিরিজের কাজ নিয়ে ব্যস্ত আবীর চট্টোপাধ্যায়। অন্যদিকে সদ্য পাভেলের ছবি 'মনখারাপ'-এর শ্যুটিং শেষ করেছেন অপরাজিতা আঢ্য।
করোনা কাঁটায় জেরবার টলিউড। কার্যত ঘন্টায় ঘন্টায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তারমধ্যেই সুরক্ষাবিধি মেনে চলছে ছবির শ্যুটিং। ইতিমধ্যেই টলিউডে করোনা আক্রান্ত হয়েছেন দেব, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, শ্রীজাত, বাবুল সুপ্রিয় ও রেশমি সেন।