Top Entertainment News Today: সব্যসাচীকে নিয়ে কী লিখলেন ঐন্দ্রিলার মা? বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: গত সপ্তাহে মুক্তি পেয়েছিল অজয় দেবগনের (Ajay Devgn) ছবি 'দৃশ্যম ২' (Drishyam 2)। পরিচালক অভিষেক পাঠকের এই ছবিকে ঘিরে প্রত্যাশা আগে থেকেই ছিল। আর সেই সমস্ত প্রত্যাশাই প্রভাব ফেলেছে বক্স অফিস কালেকশনে। মাত্র ৭ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। আর বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে 'দৃশ্যম ২'। 'দিলীপ কুমার- হিরো অফ হিরোজ'। শুরু হতে চলেছে ট্র্যাজেডি কিং দিলীপ কুমার (Dilip Kumar) ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে অভিনেতার বহু ছবি দেখানো হবে দেশের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহগুলিতে (Dilip Kumar Film Festival)। বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
মুখ খুললেন ঐন্দ্রিলার মা
সাত দিন পার ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)-র মৃত্যুর। তাঁর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি টলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ। আর আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিলেন অভিনেত্রীর মা শিখা শর্মা। ধারাবাহিক থেকেই শুরু হয়েছিল ঐন্দ্রিলা আর সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)-র প্রেম। সেই ধারাবাহিকের ছবি দিয়ে তৈরী একটি ছোট্ট রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রীর মা। সেখানে দেখা যাচ্ছে, ঐন্দ্রিলার দু গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সব্যসাচী। একটি ধারাবাহিকের দৃশ্য। শিখা লিখেছেন, 'আমার সব্যর ঐন্দ্রিলা'
শুরু হচ্ছে দিলীপ কুমার ফিল্ম ফেস্টিভ্যাল
'দিলীপ কুমার- হিরো অফ হিরোজ'। শুরু হতে চলেছে ট্র্যাজেডি কিং দিলীপ কুমার (Dilip Kumar) ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে অভিনেতার বহু ছবি দেখানো হবে দেশের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহগুলিতে (Dilip Kumar Film Festival)। মহম্মদ ইউসুফ খান। দর্শকদের কাছে তিনি দিলীপ নামেই পরিচিত বেশি। পর্দায় যখনই এসেছেন, দর্শকদের মনে জিতে নিয়েছেন। দীর্ঘ কেরিয়ারে তিনি অভিনয় করেছেন বহু ছবিতে। আগামী ১০ এবং ১১ ডিসেম্বর দেশের ২০টি শহরের ৩০টিরও বেশি প্রেক্ষাগৃহে দেখানো হবে দিলীপ কুমারের কালজয়ী ছবিগুলি। 'আন্দাজ', 'আন', 'দাগ', 'দেবদাস', 'আজাদ', 'নয়া দওর', 'মধুমতী', 'পয়গম', 'রাম অউর শ্যাম', 'মুঘল এ আজম' এবং আরও অনেক ছবিতে তিনি প্রশংসিত নিয়ে অভিনয় করেছেন। সেই সমস্ত ছবিই ফের দেখানো হতে চলেছে।
বিয়ে সারলেন 'ফড়িং'-এর মা শাঁওলি
সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায় (Saoli Chattopadhyay)। পাত্র প্রতীক দত্ত (Pratik Dutta)। তাঁরও যোগ রয়েছে অভিনয় জগতের সঙ্গে। অভিনয় থেকে শুরু করে, একাধিক ছবি ও ওয়েব সিরিজের স্ক্রিন প্লেও লিখেছেন প্রতীক। এদিন খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে দমদমে বিয়ের আসর বসেছিল তাঁদের। ছাইরঙা পোশাকে সেজেছিলেন নববধূ ও বর। ফুলের মালা, ছিমছাম সাজেই বিয়ে সারলেন ছোটপর্দার পরিচিত মুখ শাঁওলি। দর্পনে সিঁদুরদান হলেও একেবারে রীতিনীতি মেনে বিয়ে হয়নি। তবে সারা হয়ে গিয়েছে আইনি বিয়ে। সোশ্যাল মিডিয়ায় এর আগেই আইবুড়োভাত খাওয়ার ছবি শেয়ার করে নিয়েছিলেন শাঁওলি।
মিমি-নুসরতকে ফ্রেমবন্দি করলেন যশ
টলিউডে এই দুই নায়িকার বন্ধুত্ব বেশ চর্চিতই ছিল। একে অপরকে 'বোনুয়া' সম্বোধন করতেন তাঁরা। পর্দার বাইরে সফর থেকে শুরু করে ব্যক্তিগত সময়, কথাবার্তা, সবই তাঁরা একে অপরের সঙ্গে ভাগ করে নিতেন। কিন্তু তাঁদের সেই সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, এই নিয়েও টলিউডে চর্চা হয়েছে বিস্তর। কিন্তু দীর্ঘদিন পরে ফের এক ফ্রেমে দেখা গেল নুসরত জাহান (Nusrat Jahan) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। শোনা যায়, যশ-নুসরতের সম্পর্ক গড়ার সময় থেকেই দূরত্ব বাড়তে থাকে মিমি ও নুসরতের। সোশ্যাল মিডিয়ায় বন্ধ হয়ে যায় একসঙ্গে ছবি ভাগ করে নেওয়াও। সফরেও আর একসঙ্গে দেখা যায় না তাঁদের। তবে নুসরতের সন্তান হওয়ার পরে তাঁকে উপহার ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন মিমি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন নুসরত।
৩২ বছর পর এক পর্দায় সলমন-রেবতী
আপাতত 'বিগ বস ১৬' নিয়ে ব্যস্ত সলমন খান। অনুষ্ঠানের সাম্প্রতিক 'উইকেন্ড কা ওয়ার' সেটে সলমনকে দেখা গিয়েছিল কাজল ও রেবতীকে স্বাগত জানাতে। 'সেলাম ভেঙ্কি'র প্রচারে হাজির হয়েছিলেন তাঁরা। বহু বছর পর সলমন ও রেবতীর পুনর্মিলন হয় মঞ্চে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, সেখানেই এক বিশেষ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সলমন খান সঞ্চালিত 'বিগ বস ১৬' অনুষ্ঠানে এসেছিলেন রেবতী ও কাজল। তাঁদের 'সেলাম ভেঙ্কি' ছবির প্রচারে। সেই ছবির পরিচালনা করেছেন রেবতী। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, 'বিগ বস ১৬'-র মঞ্চে সলমন ও রেবতী জুটি তাঁদের ফেরৎ আসার বার্তা দিয়েছেন। সলমন খানের বহু প্রতীক্ষিত 'টাইগার ৩' ছবিতে নাকি তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছে।