Prathyusha Garimella: বাথরুম থেকে ফ্যাশন ডিজাইনারের দেহ উদ্ধার, প্রাথমিক তদন্তে আত্মহত্যার অনুমান
Prathyusha Garimella Death: প্রত্যুষার বেডরুম থেকে কার্বন মনো-অক্সাইডের একটি সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। একটি সন্দেহজনক মৃত্যুর সঙ্গে সম্পর্কিত বিধানের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
তেলঙ্গানা: তারকা ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গরিমেলার (Prathyusha Garimella) মৃতদেহ উদ্ধার। শনিবার, সন্দেহজনক অবস্থায় প্রত্যুষার হায়দরাবাদের (Hyderabad) বানজারা হিলসের বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে।
ফ্যাশন ডিজাইনারের মৃতদেহ উদ্ধার
নিজের নামে তৈরি ফ্যাশন লেবেল শুরু করেন প্রত্যুষা গরিমেলা। বানজারা হিলসেই তাঁর ফ্যাশন স্টুডিও। দক্ষিণী সিনে দুনিয়া থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা তাঁর ক্লায়েন্ট ছিলেন। এছাড়া অন্যান্য কর্মক্ষেত্রের মানুষের মধ্যেও তাঁর কাজ বিখ্যাত।
View this post on Instagram
বানজারা হিলসের সার্কেল ইন্সপেক্টর জানিয়েছেন যে প্রত্যুষাকে তাঁর বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর তাঁর দেহ উদ্ধার করে ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে প্রত্যুষা আত্মহত্যা করেছেন।
প্রত্যুষার বেডরুম থেকে কার্বন মনো-অক্সাইডের একটি সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। বানজারা হিলসে একটি সন্দেহজনক মৃত্যুর সঙ্গে সম্পর্কিত বিধানের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। আরও তদন্ত করা হবে এই বিষয়ে।
আরও পড়ুন: Vicky Kaushal: ক্যাটরিনা নয়, ক্রোয়েশিয়া গিয়ে কাকে খুঁজে পেলেন ভিকি?
গত বছর এক সাক্ষাৎকারে প্রত্যুষা বলেন ফ্যাশনে কেরিয়ার শুরু করার আগে লন্ডনে মাস্টার্স শেষ করেন তিনি এবং তারপর বাবার ব্যবসায় যোগ দেন। তবে কিছুদিনেই তিনি বোঝেন যে তাঁর ফ্যাশনের প্রতি ঝোঁক রয়েছে।