![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vicky Kaushal: ক্যাটরিনা নয়, ক্রোয়েশিয়া গিয়ে কাকে খুঁজে পেলেন ভিকি?
Vicky Kaushal Update: কাজের ক্ষেত্রে ভিকি কৌশলকে এরপর দেখা যাবে 'গোবিন্দা নাম মেরা'। ছবিতে ভূমি পেডনেকর, কিয়ারা আডবাণি রয়েছেন। অন্যদিকে লক্ষ্মণ উতেকরের ছবি রয়েছে যার নাম এখনও ঠিক হয়নি।
![Vicky Kaushal: ক্যাটরিনা নয়, ক্রোয়েশিয়া গিয়ে কাকে খুঁজে পেলেন ভিকি? Katrina Kaif reacts after Farah Khan poses with Vicky Kaushal Vicky Kaushal: ক্যাটরিনা নয়, ক্রোয়েশিয়া গিয়ে কাকে খুঁজে পেলেন ভিকি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/12/aae11efb07d3a69fcec223762715decc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বলিউড পরিচালক ফারহা খান (Farah Khan Kunder) ও অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) আপাতত রয়েছেন ক্রোয়েশিয়ায় (Croatia)। সেখান থেকে দুই তারকাই পোস্ট করছেন ছবি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন পরিচালক। ফারহাকে ভিকির সঙ্গে পোজ দিতে দেখা গেল সেখানে। ক্যাপশনে ভিকির স্ত্রী ও অভিনেত্রী ক্যাটরিনাকে (Katrina Kaif) ট্যাগ করে লেখেন, 'সরি ক্যাটরিনা, ভিকি অন্য কাউকে খুঁজে পেয়ে গেছে।' হ্যাশট্যাগে লেখেন, 'ক্রোয়েশিয়া'। অর্থাৎ মজা করে ফারাহ বলেন যে ভিকি ক্রোয়েশিয়া এসে অন্য কাউকে খুঁজে পেয়েছেন, আর সেই মহিলা স্বয়ং ফারহা খানই।
তবে ক্যাটরিনাও অত সহজে দমবার পাত্রী নন। মজার ধারা অব্যাহত রেখে স্টোরি শেয়ার করে তিনি লেখেন, 'তুমি অ্যালাউড ফারহা খান।' পোস্টে বাজছিল 'কুছ তো হুয়া হ্যায়'। এই স্টোরি শেয়ার করে ভিকি অন্যদিকে লেখেন, 'আমরা শুধু বন্ধু।'
ছবিতে সাদা টি-শার্ট ও ডেনিম পরে দুর্দান্ত দেখাচ্ছে। কালো চেক পোশাকে দেখা গেল ফারহাকে।
প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের ফোর্টে বিয়ে সারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। পুলিশি নিরাপত্তা ও ঘেরাটোপের মাঝে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। বিয়ের দিন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে ভিকি বা ক্যাটরিনা, কেউই কখনও মুখ খোলেননি।
কাজের ক্ষেত্রে ভিকি কৌশলকে এরপর দেখা যাবে 'গোবিন্দা নাম মেরা'। ছবিতে ভূমি পেডনেকর, কিয়ারা আডবাণি রয়েছেন। অন্যদিকে লক্ষ্মণ উতেকরের ছবি রয়েছে যার নাম এখনও ঠিক হয়নি। সারা আলি খানের সঙ্গে ভিকিকে দেখা যাবে সেই ছবিতে। অন্যদিকে ক্যাটরিনাকে বিজয় সেতুপতির সঙ্গে 'মেরি ক্রিসমাস' ও সলমন খানের সঙ্গে 'টাইগার ৩'-এ দেখা যাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)