Top Social Post: সৌম্য-সন্দীপ্তার বিয়ে সারা, ধারাবাহিকে ফিরছেন সোমরাজ, আজকের সোশ্যালের সেরা
Top Social Post Today: আজকের সোশ্যালের সেরায় থাক কেবল টলিউডের খবর।
![Top Social Post: সৌম্য-সন্দীপ্তার বিয়ে সারা, ধারাবাহিকে ফিরছেন সোমরাজ, আজকের সোশ্যালের সেরা Top Social Post: Soumya and Sandipta got married Somraj is coming in bengali serial again know todays to social post Top Social Post: সৌম্য-সন্দীপ্তার বিয়ে সারা, ধারাবাহিকে ফিরছেন সোমরাজ, আজকের সোশ্যালের সেরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/08/8e37fdf37e7769c5597d3aedb31bbfbb170197515138649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রথমে আইনি ও তার পরে বৈদিক মতে বিয়ে। সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। রাজকীয় সেই বিয়ের আসরের ছবি জায়গা করে নেবেই সোশ্যাল মিডিয়ার সেরা খবরগুলির মধ্যে। অন্যদিকে, প্রায় ৩ বছর পরে ছোটপর্দায় ফিরছেন সোমরাজ। আজকের সোশ্যালের সেরায় থাক কেবল টলিউডের খবর।
রাজকীয় বিয়ের আসরে হল না কন্যাদান, সৌম্য-সন্দীপ্তার বিয়ের খুঁটিনাটি
প্রথমে আইনি ও তার পরে বৈদিক মতে বিয়ে। সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। রাজকীয় সেই বিয়ের আসরে হল কী কী? দুধে আলতা রঙের বেনারসীতে সেজেছিলেন সন্দীপ্তা, অন্যদিকে সৌম্য মুখোপাধ্যায়ের সাজেও ছিল এই ফুশিয়া রঙেরই ছোঁয়া। সৌম্য ও সন্দীপ্তার বিয়ে দিয়েছেন নন্দিনী ভৌমিক। বৈদিক মতে বিয়ে তাই হয়নি কোনও কন্যাদান। বিয়ের আসরে এদিন নজর কেড়েছিল সন্দীপ্তার হেডসেট বা মাথাপট্টি। হৃদয়ের আকারের এই গয়না ছিল বেশ অন্যরকম। সকাল থেকেই আকাশের মুখ ভার, তাই সন্দীপ্তাকে বিয়ের ভ্যেনুতেও কিছু বদল করতে হয়েছিল। তবে ভাটা পড়েনি আনন্দে। সৌম্য-সন্দীপ্তার বিয়ের আসরে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য্য, আবির চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। হাতে শাঁখা-পলায় একেবারে বদলে গিয়েছিল সন্দীপ্তার লুক। হাতের মেহেন্দিও খুব সাদামাটা রেখেছিলেন তিনি। আগেই তিনি জানিয়েছিলেন, হালকা অথচ অন্যধরণের সাজ সাজতে চান তিনি। আর তাই, চিরাচরিত লাল না বেছে সন্দীপ্তা বেছে নিয়েছিলেন গোলাপি বেনারসি।
View this post on Instagram
রহস্য আর এক জাতিস্মরের গল্প নিয়ে ছোটপর্দায় ফিরছেন সোমরাজ
২ বছরেরও বেশি সময় পরে ফের বাংলা ধারাবাহিকের মুখ্যভূমিকায় সোমরাজ মাইতি (Somraj Maity)। স্টার জলসার (Star Jalsa)-র নতুন ধারাবাহিক 'চিনি'-তে নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আজই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। তাঁর বিপরীতে দেখা যাবে এক নতুন নায়িকাকে। নাম ইন্দ্রাণী ভট্টাচার্য্য। সদ্যই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। তবে একেবারে ঘরোয়া গল্প নয়... এই ধারাবাহিকে প্রেমের সঙ্গে মিশে থাকবে রহস্য আর সেই সঙ্গে কি থাকবে এক জাতিস্মরের গল্প? ধারাবাহিকের প্রোমো অন্তত সেই গল্পই বলছে। রহস্যের সঙ্গে সঙ্গে রয়েছে এক অসম প্রেমের গল্পও। সোমরাজ ও ইন্দ্রাণীর যে প্রেমের সম্পর্ক হবে তা এই ধারাবাহিকের প্রোমো থেকই স্পষ্ট।
আরও পড়ুন: Soumya-Sandipta Marriage: রাজকীয় বিয়ের আসরে হল না কন্যাদান, সৌম্য-সন্দীপ্তার বিয়ের খুঁটিনাটি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)