Top Social Post: হাসপাতাল থেকেই বিশেষ বার্তা শুভশ্রীর, সন্দীপ্তার জমাটি বাগদান অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়লেন কারা?
Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি।
কলকাতা: প্যাস্টেল শেডের লেহঙ্গা আর শেরওয়ানিতে ভালবাসার রঙ। নাচ-গানের আয়োজনে এ যেন কোনও ছবির রোম্যান্টিক দৃশ্যের শ্যুটিং! আংটি আর মন, দুইই বদল করলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। ৭ ডিসেম্বর সামাজিক বিয়ে করে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা, এর আগে, বালিগঞ্জের এক বাগানবাড়িতে আয়োজন করা হল সন্দীপ্তার আংটিবদলের অনুষ্ঠানের। কন্যাসন্তানের মা হয়েছেন তিনি.. এখনও রয়েছেন হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা... ভালবাসা সমস্ত কিছুকে ধন্যবাদ জানানোর এখনও সঠিকভাবে সুযোগ পাননি তিনি। আর তাই, হাসপাতালে বসেই সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি।
হাসপাতালের পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা... দ্বিতীয়বার মা হওয়ার পরে কী অনুভূতি শুভশ্রীর?
কন্যাসন্তানের মা হয়েছেন তিনি.. এখনও রয়েছেন হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা... ভালবাসা সমস্ত কিছুকে ধন্যবাদ জানানোর এখনও সঠিকভাবে সুযোগ পাননি তিনি। আর তাই, হাসপাতালে বসেই সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। মা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন তিনি। ৩০ নভেম্বর মা হয়েছেন শুভশ্রী, বাবা হয়েছেন রাজ। কোলে এসেছে কন্যাসন্তান। তারকা দম্পতি খুদের নাম রেখেছেন ইয়ালিনি। জুন মাসের ২৭ তারিখ দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দেন টলিউডের তারকা দম্পতি। পোস্টেই লেখা হয় পদোন্নতি হল খুদে ইউভানের (Yuvaan)। বড় দাদার ভূমিকা পালন করতে হবে এবার তাকে। এরপর ৩০ নভেম্বর সুখবর। ঠিক যেমনটা চেয়েছিলেন শুভশ্রী, কন্যাসন্তানের মা হলেন তিনি। 'রাজকুমারী'-র নাম রাখা হয়েছে ইয়ালিনি। এই নামের অর্থ সরস্বতী ও বা শ্বেতশুভ্র। আজ সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লিখেছেন, 'যাঁরা আমায় শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ জানাতে পারিনি। আমি প্রত্যেকের ভালবাসায়, শুভেচ্ছায় অভিভূত, উচ্ছ্বসিত। নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।' এই লেখার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। হাসপাতালের পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা।
আংটিবদল করার সময় সৌম্যর কপালে চুম্বন আঁকলেন সন্দীপ্তা.. বাগদান মনে করাল বলিউডকে
প্যাস্টেল শেডের লেহঙ্গা আর শেরওয়ানিতে ভালবাসার রঙ। নাচ-গানের আয়োজনে এ যেন কোনও ছবির রোম্যান্টিক দৃশ্যের শ্যুটিং! আংটি আর মন, দুইই বদল করলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। ৭ ডিসেম্বর সামাজিক বিয়ে করে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা, এর আগে, বালিগঞ্জের এক বাগানবাড়িতে আয়োজন করা হল সন্দীপ্তার আংটিবদলের অনুষ্ঠানের। বলিউডে এখন প্যাস্টেল লেহঙ্গার রীতি। অনুষ্কা শর্মা (Anushka Sharma) থেকে শুরু করে আথিয়া শেট্টি (Athia Shetty), পরিণীতি চোপড়া (Parineeti Chopra), আলিয়া ভট্ট (Alia Bhatt)... প্রত্যেকেই বিয়ের বিশেষ দিনটায় বেছেছিলেন প্যাস্টেল শেডের পোশাক। যদিও সন্দীপ্তা জানিয়েছেন তিনি বিয়ের দিন একেবারে সাবেকি সাজে সাজবেন। গয়না থেকে শুরু করে বেনারসি... সব কিছুতেই থাকবে সাবেকি ছোঁয়া। তবে আংটি-বদলের পোশাকে ছিল নতুনত্ব। ভারি কাজের প্যাস্টেল শেডের লেহঙ্গা পরেছিলেন সন্দীপ্তা। খোলা চুলে ছিল সফট কার্ল আর ফুলের সাজ। এদিনের অনুষ্ঠান সাজিয়ে তোলা হয়েছিল প্রচুর নাচে গানে। ত্বরিতা চট্টোপাধ্যায় সহ অন্যান্য বন্ধুদের সঙ্গে সন্দীপ্তা পারফর্ম করেন 'দিল লেজা লেজা' গানে। হবু বধূর একার একটি বিশেষ পারফর্মমেন্সও ছিল এইদিন। গানটি ছিল, 'মোহে রং দো লাল, নন্দ কী লাল'। সন্দীপ্তা নাচ করতে ভালবাসেন আর সেই কারণেই নিজের বিশেষ দিনটা তিনি সাজিয়ে তুলেছিলেন নাচে-গানে। হবু বরের জন্য বিশেষ গান ও নাচও পরিকল্পনা করেছিলেন সন্দীপ্তা। এদিন মঞ্চেই একে অপরকে আংটি পরিয়ে দেন সন্দীপ্তা ও সৌম্য। সোশ্যাল মিডিয়ায় আংটি বদলের ছবিও শেয়ার করেছেন তাঁরা। হইচই-এর CEO-পদে থাকা সৌম্যর সঙ্গে সন্দীপ্তার আলাপ হয়েছিল একটি পার্টিতে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। অবশেষে সেই সম্পর্ক পরিণতি পেল আংটিবদলে। বাগদানের দিন সাবেকি খাবারের পাশাপাশি আয়োজন ছিল মোগলাই ও চাইনিজেরও। বিয়ের দিন সন্দীপ্তা ও সৌম্য সাবেকি সাজে সাজবেন দুজনেই।
View this post on Instagram