Bengali Serial: কীসে সবচেয়ে ভয় পান তোর্সা ওরফে তন্বী? ফাঁস করলেন সহ-অভিনেতা
Bengali Serial News: এদিন ধ্রুবজ্যোতি বলেন, 'আমাদের মেকআপ রুমে ভীষণ মজা হয়। অ্যাকশন বলার আগে ফ্লোরে একটা হাসাহাসি হবেই। আর তন্বী অনেক জিনিসে ভয় পায়, তবে ও স্বীকার করে না
![Bengali Serial: কীসে সবচেয়ে ভয় পান তোর্সা ওরফে তন্বী? ফাঁস করলেন সহ-অভিনেতা Bengali Serial: Actor Dhubojyoti shares secrect about actress Tonnyi, know the secrets Bengali Serial: কীসে সবচেয়ে ভয় পান তোর্সা ওরফে তন্বী? ফাঁস করলেন সহ-অভিনেতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/8a57ead8f030151e1da70624d1e96646168597089351849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ধারাবাহিকে তাঁদের সবসময়ের ঝগড়া, কিন্ত মেকআপ রুমে খুব মজার সম্পর্ক তাঁদের। পর্দার সোম আর তোর্সা। 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে এসেও বজায় রইল সেই সমীকরণ। সদ্য শেষ হয়েছে ধারাবাহিক 'মিঠাই' (Mithaai)। আর সেই ধারাবাহিকের রূপটান ঘরের গল্প সবার সামনে তুলে ধরলেন তন্বী লাহা রায় ও ধ্রুবজ্যোতি সরকার।
এদিন ধ্রুবজ্যোতি বলেন, 'আমাদের মেকআপ রুমে ভীষণ মজা হয়। অ্যাকশন বলার আগে ফ্লোরে একটা হাসাহাসি হবেই। আর তন্বী অনেক জিনিসে ভয় পায়, তবে ও স্বীকার করে না।' এইসব কথা বলতে বলতেই ধ্রুবজ্যোতি মজা করে তন্বীর কাঁধে রেখে দেন একটি খেলনা টিকটিকি। আর সেদিকে চোখ পড়তেই ভয়ে চিৎকার করে ওঠেন তন্বী। লাফ দিয়ে নেমে আসেন পোডিয়াম থেকে। গোটা ফ্লোরে তখন হাসির রোল।
View this post on Instagram
তারকা জুটিদের নিয়ে এদিন আয়োজিত হয়েছিল একটি বিশেষ পর্ব। সেখানে যেম এসেছিলেন তন্বী আর ধ্রুবজ্যোতি, সেখানেই অতিথি হিসেবে হাজির ছিলেন বিশ্বরূপ ও মোহনা। রচনা মোহনাকে প্রশ্ন করেন, 'কেমন আছো? গৌরী এল নিয়ে কতটা ব্যস্ত?' উত্তরে মোহনা বলে, 'ধারাবাহিকের ব্যস্ততা রয়েছে। তবে গতবার এসে বলেছিলাম সামনে একটা পরীক্ষা রয়েছে, সেটা হয়ে গিয়েছে। তাই চাপ টা একটু কম।'
পাশ থেকে বিশ্বরূপ তখন খুনসুটি করে বলেন, 'ওই একটা সময় মধ্যবিত্ত পরিবারে এমন থাকে, যেখানে ছেলেরা যে গতিতে পড়াশোনা করলে বলা হত, আর ২টো বছর পড়ে নে, তারপরে একটা পানের দোকান করে দেব। আর মেয়েদের যেখানে বলত, আর দুটো বছর পড়লেই বিয়ে দিয়ে দেব.. মোহনা এখন সেই দিকেই এগোচ্ছে।' হাসতে হাসতে রচনা প্রশ্ন করেন, 'তাহলে কী গৌরীর বিয়ে হতে চলেছে?' বিশ্বরূপ পাল্টা বলেন, 'হ্যাঁ, কিছুদিনের মধ্যেই। আমরা পাত্রও খুঁজে রেখেছি।'
গোটা বিষয়টার হাত নেড়ে প্রতিবাদ করেন গৌরী ওরফে মোহনা। নেহাৎ খুনসুটি, কিন্তু রীতিমতো লজ্জা পেলেন মোহনা। এই এপিসোডে উপস্থিত ছিলেন অন্যান্য ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরাও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)