Bengali Serial: সুস্থ হয়ে 'নিম ফুলের মধু'-র ৫০০ পর্ব উদযাপনে সামিল লিলি চক্রবর্তী, রইলেন পল্লবী-রুবেলও
Neem Phuler Madhu: পায়ে পায়ে ৫০০ এপিসোড পার করে ফেলল এই ধারাবাহিক। পর্দায় যে দত্তবাড়িকে দেখানো হয়, বাস্তবেই তাঁরা পরিবারের মতো হয়ে গিয়েছেন
কলকাতা: সুস্থ হয়ে সেটে ফিরলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakravarty)। ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Neem Phuler Madhu)-র ৫০০ পর্ব উদযাপনে সামিল হলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন পল্লবী শর্মা (Pallavi Sharma), রুবেল দাস (Rubel Das) ও বাকি সমস্ত কলাকুশলীরাও। কেক কেটে চলল সাফল্য উদযাপন পর্ব।
পায়ে পায়ে ৫০০ এপিসোড পার করে ফেলল এই ধারাবাহিক। পর্দায় যে দত্তবাড়িকে দেখানো হয়, বাস্তবেই তাঁরা পরিবারের মতো হয়ে গিয়েছেন। সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করেন, শ্যুটিং সেটই যেন একটা একান্নবর্তী বাড়ি। আর এই বাড়ির অন্যতম বয়োজ্যেষ্ঠ সদস্য় যিনি, তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। লিলি চক্রবর্তী। হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। সম্প্রতি সুস্থ হয়ে উঠেছেন তিনি, ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। ধারাবাহিকের ৫০০ পর্ব উদযাপনের আনন্দে সামিল হলেন তিনিও।
এদিন প্রত্যেকেই নিজের নিজের অনুভূতির কথা শেয়ার করে নেন। এই ধারাবাহিকের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ, সবার মধ্যে গড়ে ওঠা আত্মীয়তা সবটাই মঞ্চে দাঁড়িয়ে অকপটে শেয়ার করে নেন ধারাবাহিকের কলাকুশলীরা। মঞ্চে উপস্থিত সবার প্রিয় পর্ণা আর শ্রীজনের মুখে হাসি। ধারাবাহিকে সম্পর্ক যাই দেখাক না কেন, এই 'বাড়ি'-তে সবাই সবার খুবই প্রিয়। ৫০০ এপিসোডের সাফল্যের কথা বলতে গিয়ে আবেগে ভাসেন অনেকেই।
ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, মা হয়েছে পর্ণা। কোলে এসেছে ছোট্ট কন্যাসন্তান। কিন্তু মেয়ে হওয়ায় খুশি নয় কৃষ্ণা অর্থাৎ পর্ণার শাশুড়ি। নাতনিতে কোলে না নিয়েই সেই স্থান ত্যাগ করেন তিনি। হতাশ, দুঃখিত পর্ণা মেয়ে কোলে শ্রীজনের কাজে গিয়ে জানতে চায়, সেও কি তার মায়ের মতোই আপন করে নেবে না মেয়েকে? কিন্তু বাবা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত সৃজন। মেয়েকে কোলে নিয়ে আদর করতে করতে সে বলে, 'এ তো মায়ের চেয়েও তারকাটা হবে'। খুশিতে ভরে ওঠে দত্তবাড়ির প্রাঙ্গণ। কিন্তু কৃষ্ণা কি সংসারে নিয়ে আসবে নতুন অশান্তি? সেই গল্প বলবে ধারাবাহিকের আগামী এপিসোড।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।