এক্সপ্লোর
Sohag Chand: মান-অভিমান, গোপন সত্যের পর্ব শেষ! চরকির হাত ধরে এক হবে সোহাগ ও চাঁদ?
Bengali Daily Serial Update: চরকি যে চাঁদ ও তার সন্তান, সেই সত্য এতদিন নিজের অন্তরে লুকিয়ে রেখেছিল সোহাগ। এবার সেই তথ্য প্রকাশ্যে। কী হবে ফলাফল?

সোহাগ চাঁদ
1/10

চাঁদ ও সোহাগের সন্তান চরকি। এই কথা জানতে পেরে গেছে খুদে চরকি। কালার্স বাংলার জনপ্রিয় 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এবার কি পুচকে চরকির হাত ধরে পুনর্মিলন হবে তার পরিবারের?
2/10

সোহাগের মুখোমুখি হয়েছে চরকি। খুদে মনের একটাই প্রশ্ন, তার মা কেন তাকে নিজের বাবা সম্পর্কে মিথ্যা কথা বলেছিল? কিন্তু সন্তানকে কী জবাব দেবে সোহাগ? ভাষা হারিয়ে ফেলে সে।
3/10

তার এমন কঠিন পরিস্থিতি দেখে সায়ন ও খোওয়াই সোহাগকে পরামর্শ দেয় যে চাঁদকে এবার তার সম্পূর্ণ সত্যি কথাটা বলে দেওয়াই ভাল। এবার নিজের শক্তি জোগাড় করার পালা সোহাগের।
4/10

নিজের মনকে শান্ত করে, শক্তি জোগাড় করে সোহাগ অবশেষে চাঁদকে ফোন করে। কিন্তু সেই ফোনের সাড়া পায় না। উত্তর দেয় না চাঁদ।
5/10

এরমধ্যে দুলালের থেকে ফোন চেয়ে চরকি কল করে চাঁদকে। কলকাতায় চাঁদকে আমন্ত্রণ জানায় চরকি, তাকে কথা দেয় যে সে একটা সারপ্রাইজ রেখেছে তার জন্য।
6/10

চরকির কথা শুনে ব্যস্ত শহরে পা রাখতেই চাঁদ দেখে যে বিপদে চরকি। রাস্তায় একটা গাড়ি ধেয়ে আসছে চরকির দিকে। তাকে বাঁচাতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় চাঁদ।
7/10

দুর্ঘটনার পর রাস্তায় লুটিয়ে পড়ে চাঁদ। জ্ঞান হারানোর আগের মুহূর্তে সে শেষ শুনতে পায় যে বাবার জন্য কেঁদে ভাসাচ্ছে চরকি।
8/10

এরপর যখন চাঁদ ও সোহাগ মুখোমুখি হয়, অনেকদিনের জমে থাকা ক্ষোভে যেন আগুন লাগে নতুন করে। লুকিয়ে রাখা সত্য জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে চাঁদ। সোহাগ ও চাঁদের ঝগড়ার মাঝে উপস্থিত হয় তাদের সন্তান চরকি।
9/10

মা-বাবার এমন অবস্থা দেখে ছোট্ট চরকি সিদ্ধান্ত নেয়, পরিবারে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব সেই নেবে। দুই পরিবারের সাহায্যে বাবা ও মাকে এক করতে সক্ষম চরকি। শীঘ্রই হরিপুরে ফিরবে তারা একসঙ্গে।
10/10

কিন্তু দীর্ঘ ৬ বছর পর কি চরকি ও সোহাগকে মেনে নেবে দুই পরিবার? চরকির আসল পরিচয় জানতে পেরে কী প্রতিক্রিয়া হবে তাদের? কী হবে খুদের ভবিষ্যৎ? জানা যাবে কালার্স বাংলায় সন্ধ্যা ৭টায় নজর রাখলে।
Published at : 08 Aug 2024 08:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
