'Sohag Chand': ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়, 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে আসছেন খোয়াই চরিত্রে
Anuradha Mukherjee: জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ এবার নতুন চরিত্রের আগমন। ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। খোয়াই নামে তাঁকে এক শিক্ষিকার চরিত্রে দেখা যাবে।
কলকাতা: বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee)। এবার তাঁকে দেখা যাবে কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ (Sohag Chand)। অনুরাধার চরিত্রের নাম খোয়াই।
ছোটপর্দায় ফিরছেন অনুরাধা মুখোপাধ্যায়, 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন
জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ এবার নতুন চরিত্রের আগমন। ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। খোয়াই নামে তাঁকে এক শিক্ষিকার চরিত্রে দেখা যাবে। জীবনে বিবাহ বিচ্ছেদের ভার সামলে মেয়ে কোপাই ও বাবার সঙ্গে থাকেন তিনি। তাঁর স্বভাব চরিত্রের অনুরাগী সকলে, এবং তিনি যে উচ্চশিক্ষিত তাও সকলেরই জানা। কিন্তু বিচ্ছেদের পর নিজের অন্তরের সঙ্গে নিজেই প্রতিনিয়ত লড়াই করে চলেছেন। মানসিক শান্তি যেন বিদায় নিয়েছে। ফলে মাঝেমাঝে এখন তিনি মেজাজ হারিয়ে ফেলেন। এই সবকিছুর সঙ্গে অবশ্যই রয়েছে মেয়ে ও বাবার দায়িত্বও। এদিকে কোপাই ও তার দাদুর একটা মিলিত ইচ্ছা রয়েছে, খোয়াইকে ফের প্রেমে পড়তে দেখতে চাই তারা। দাদু-নাতনির খুব ইচ্ছে খোয়াই যেন ফের ভালবাসে।
এরসঙ্গে সমান্তরালভাবে আরও এক গল্প আসে প্রকাশ্যে। যেখানে জড়িয়ে রয়েছে সাওন। খোয়াই ও সাওন, দুজনের বাবাই চাইছিলেন তাদের ছেলে-মেয়ের এক হয়ে যাওয়া কিন্তু এক অপ্রত্যাশিত ঘটনা তাদের জীবনের পথ পাল্টে দেয়। খোয়াইয়ের বাবা একসময় সেই স্কুলের প্রধানশিক্ষক ছিলেন যেখানে সোহাগ পড়াশোনা করেছে। সাওন ও খোয়াইয়ের সম্পর্কের সমীকরণের কথা জানতে পেরে, সোহাগ তাদের এক করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। তারপর?
আরও পড়ুন: 'Tumpa Autowali': মহালয়ার পুণ্যলগ্নে একের পর এক রহস্যের উদঘাটন 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে
'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প এক ঝলকে
সোহাগ একজন 'প্লাস সাইজ' আদ্যন্ত রোম্যান্টিক মহিলা। সে ব্যাঙ্ক কর্মচারী। তাঁর চেহারার জন্য প্রায় ৩৪ জন পাত্র তাঁকে বাতিল করেছে। কিন্তু তথাকথিত 'নিখুঁত' মহিলা হয়ে উঠতে একেবারেই রাজি নয় সে। বলা ভাল, সে বিশেষ ভাবিতও নয় সেই বিষয়ে। সে বিশ্বাস করে যে একদিন সে নিজের 'প্রিন্স চার্মিং'কে খুঁজে পাবে যে তাঁকে তাঁর ভিতরের সৌন্দর্য্যের জন্য ভালবাসবে। অন্যদিকে চাঁদ 'ফিটনেস ফ্রিক'। সে নিজের একটা স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চায়। সে নিজের জন্য এমন একজন পাত্রী খুঁজছে যে সুন্দরী ও নিখুঁত, ভারী ওজনের একেবারেই নয়। যদিও সোহাগ ও চাঁদ ছোটবেলার বন্ধু ও প্রতিবেশী। গল্পের ফেরে তাঁদের শেষ পর্যন্ত বিয়ে হয়। তারপর?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন