Telly Mashala: আলোর স্বপ্নপূরণ, আসছে দুই নতুন ধারাবাহিক, চোখ রাখুন টেলি মশালায়
Telly Mashala Update: এই সপ্তাহেই শুরু হচ্ছে নতুন দুই ধারাবাহিক। সপ্তাহান্তে ধারাবাহিকের গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নিন টেলি মশালা
কলকাতা: বিয়ের পরেও মুকুটকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে রাজি নয় লগ্না। দাদুমণিকে দেওয়া কথা রাখতে সপরিবারে ফিরে এল জুঁই আর শুভ্র। এদিকে, এই সপ্তাহেই শুরু হচ্ছে নতুন দুই ধারাবাহিক। সপ্তাহান্তে ধারাবাহিকের গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নিন টেলি মশালা
মুকুট
বিয়ের পরেও 'মুকুট'-কে বাড়ির বউ হিসেবে মেনে নিতে রাজি নয় লগ্না। মুকুটকে দেওয়া সমস্ত গয়না ছিনিয়ে নিতে চায় লগ্না কিন্তু তার যোগ্য জবাব দেয় মুকুট। এরপর? ধারাবাহিকে জানা যাবে গল্পের পরের অংশ।
সোহাগ জল
দাদুমণিকে দেওয়া কথা রাখতে সপরিবারে জুঁই আর শুভ্র ফিরে আসে চট্টোপাধ্যায় বাড়িতে। বেণী আর সাম্য ওদের অপমান করার সুযোগ পেলে ছাড়বে না, সেকথা জেনেও ফিরে আসে তারা। কিন্তু বেণী জুঁইদের পরিবারকে হেনস্থা করার জন্য তাদের বাড়ির লোক হিসেবেই থাকার শর্ত দেয় সে। এরপর? উত্তর মিলবে ধারাবাহিকে।
আলোর ঠিকানা
অনিরুদ্ধর কোম্পানি অপরাজিতা লেদারসে এম.ডি হিসেবে যোগদান করে আলো। বড় প্রেস কনফেরন্স করে সেই ঘোষণা করা হয়। আলোর বাবা বীরেন খবরের কাগজে নিজের মেয়ের সাফল্য দেখে গর্বিত হয়। আলোর নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে এটাই প্রথম পদক্ষেপ । অন্যদিকে জামাইষষ্ঠী সেরে ঈশিতা ও নিজের মেয়েকে নিয়ে বাড়ি ফেরে শুভরাজ। তারা ঠিক করে মেয়ের জন্মদিন এই বাড়িতেই ধুমধাম করে উদযাপন করবে । দেবরাজ ও রিতরাজ এতে আপত্তি জানায়। দেবরাজ পরিষ্কার জানিয়ে দেয় চট্টোপাধ্যায় বাড়িতে কোন মেয়ে মানুষের জন্মদিন পালন হবে না। শুভরাজ এই সিদ্ধান্তের প্রতিবাদ করে। বলে, যদি দেবরাজের মেয়ের জন্মদিন এই বাড়িতে পালন হতে পারে তাহলে শুভর মেয়ের জন্মদিন কেন পালন হবে না! শুভ নিজের সঙ্গে দেবরাজের তুলনা করায় অসন্তুষ্ট হয় এবং শুভকে অপমান করে। এই বাড়ি দেবরাজের তাই এখানে দেবরাজের কথাই শেষ কথা, এটাই মনে করে সে। এই পরিস্থিতিতে, আলো এগিয়ে আসে এবং দেবরাজকে চ্যালেঞ্জ করে বলে, শুভর মেয়ের জন্মদিন এই বাড়িতেই হবে। সেইমতো, অভির সহায়তায় শুভর মেয়ের জন্মদিন পালন করা হয়।
সন্ধ্যাতারা
ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra)। এর আগে, ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়' -তে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর সাবলীল অভিনয় মন কেড়েছিল দর্শকদের। টিআরপিতেও বেশ নিজের জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। জি বাংলার (Zee Bangla) এই গল্প শেষ হওয়ার শেষ হওযার পর থেকেই সবাই অপেক্ষা করছিলেন, কবে ফের ছোটপর্দায় দেখা যাবে প্রাণবন্ত এই অভিনেত্রীকে। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছেন তিনি। স্টার জলসায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। নাম সন্ধ্যাতারা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, এই গল্প দুই বোনের। তারা একে অপরকে ভীষণ ভালবাসে। আর ভাগ্যের ফেরে তাদের পছন্দ হয়, একই মানুষকে। তারপর? কার খুশির জন্য কে আত্মত্যাগ করবে? সেই উত্তরই মিলবে ধারাবাহিকের গল্পের বাঁকে বাঁকে।
ফুলকি
নতুন ধারাবাহিকে নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন অভিষেক বসু (Abhishek Basu)। পরিবার আর বক্সিংয়ের টানাপোড়েনে ভুগতে থাকা নায়কের জীবনে হঠাৎ একঝলক হাওয়ার মতোই আসে নায়িকা। 'ফুলকি'। এই ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিব্যানী মণ্ডল (Divyani Mondal)-কে। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রাখছেন তিনি। জি বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। রাজেন্দ্র প্রসাদ দাসের পরিচালনায় তৈরি হচ্ছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। সেখানে আঁচ পাওয়া গিয়েছে গল্পের। ধারাবাহিকে নায়িকার নাম ফুলকি ও নায়কের নাম রোহিত। দুজনেই দুই মেরুর বাসিন্দা। কীভাবে তাঁদের সম্পর্ক হবে, সেই গল্পই বলবে 'ফুলকি'। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে বার্তা দেওয়া হবে যে অতীত মানুষকে বেঁধে রাখতে পারে না। এগিয়ে যাওয়াই রীতি। নিজেকে খুঁজে পাওয়ার লড়াইতে রোহিত ঠিক কীভাবে পাশে পাবে ফুলকিকে, সেই নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প।
আরও পড়ুন: Tips to avoid foodborne risks: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?
আরও পড়ুন: World Food Safety Day 2023: 'নিরাপদ' খাবারেই লুকিয়ে থাকে স্বাস্থ্য, কেন পালন হয় এই দিনটি?