'Pherari Mon': প্রকাশ্যে আসবে অর্জুনের আসল রূপ? কোন তথ্য খুঁজে পেল তুলসি?
Daily Serial Update: তুলসি ও অর্জুনের আলাপ এক নয়া মোড় নেয় যখন অর্জুনের আসল পরিচয় আসে প্রকাশ্যে। অর্জুনের আসল উদ্দেশ্য কী?
কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' (Pherari Mon)। অর্জুনের ব্যাপারে একের পর এক ভয়ানক তথ্য আসতে চলেছে তুলসির সামনে। কোন দিকে মোড় নেবে এবার ধারাবাহিকের গল্প?
'ফেরারি মন' ধারাবাহিকের গল্পে নয়া মোড়
তুলসি ও অর্জুনের আলাপ এক নয়া মোড় নেয় যখন অর্জুনের আসল পরিচয় আসে প্রকাশ্যে। অর্জুন রায় বর্মন কারখানায় বিস্ফোরণ ঘটানোর জন্য একটি ভয়ঙ্কর হুমকি দেয়, এবং দাবি করে যে কেউ তার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারবে না। তবুও, সাগরিকা ও তুলসির যৌথ উদ্যোগে হৃদয়ের পরিবর্তন হয়, যার ফলে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার পথ মেলে। যেদিন মালিনীকে খুন করা হয় সেদিনের খুঁটিনাটি প্রকাশ করে সাগরিকা। ওইদিনই অগ্নির প্রথম মুখেভাতের অনুষ্ঠানও ছিল। ওই দিনের সমস্ত তথ্য তুলসিকে সাহায্য করে সকল বিন্দু বিন্দু জুড়ে আসল দোষীকে শনাক্ত করতে। খুব দ্রুত পদক্ষেপ নিয়ে, তুলসি হৃষিকেশের মুখোমুখি হয়, এবং সেখানে অর্জুনের আসল পরিচয় ফাঁস করে সে। একইসঙ্গে সাগরিকার থেকে কী কী জানতে পেরেছে সেই সমস্তও জানায় তুলসি।
ইতিমধ্যেই, অর্জুনকে অপহরণ করে অগ্নি এবং তাঁকে মেরে ফেলারও হুমকি দেয়। কিন্তু এই সবকিছুর মধ্যে ঢুকে পড়ে তুলসি এবং সেই অর্জুনকে উদ্ধার করে, যার ফলে প্রবল পরিমাণে রেগে যায় অগ্নি। এবার কি তুলসি আদৌ আসল দোষীর বিরুদ্ধে ঠিকঠাক প্রমাণ জোগাড় করতে পারবে?
প্রসঙ্গত কিছুদিন আগেই এই ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র। অগ্নির পিসি সাগরিকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী রাত্রি ঘটক (Ratri Ghatak)-কে। মালিনী অর্থাৎ অগ্নির মায়ের খুনের জন্য মূল অভিযুক্ত এই সাগরিকা। এর আগে, মালিনীর হত্যা সংক্রান্ত প্রমাণ নিয়ে হৃষিকেশের মনে পরমাকে নিয়ে সন্দেহ তীব্র হলে, হৃষিকেশ তুলসীর সঙ্গে হাত মেলায়, সর্বোপরি তাকে বিশ্বাস করে। তুলসী যখন রমেশের রেখে যাওয়া ক্লুগুলি অনুসন্ধান করে, তখন পরমা সেগুলি আবিষ্কার করে নির্মূল করে ফেলে। তুলসী রমেশের কাছে রাখা একটি চিরকুট খুঁজে পেয়ে হৃষিকেশের হাতে তুলে দেয়। হৃষিকেশ সেই নোট থেকে ইঙ্গিত পায় যে মালিনী আজও জীবিত থাকতে পারে। হৃষিকেশের সন্দেহ আরও বেড়ে যায়, বুঝতে পারে যে পরমাই এই আক্রমণগুলি সাজাতে পারে। তারপর কী হবে জানতে চোখ থাকুক, কালার্স বাংলায়, প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।